শিরোনাম
◈ প্রাথমিক স্কুলে অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশ ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা

প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর, ২০১৯, ০১:৫৮ রাত
আপডেট : ০৮ সেপ্টেম্বর, ২০১৯, ০১:৫৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধৈর্যের পরীক্ষায় আফগানরা সফল বলেই এগিয়ে আছে, বললেন মিরাজ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ-আফগানিস্তান একমাত্র টেস্টের তৃতীয় দিন শেষ। কিন্তু নবাগত আফগানদের সামনে দিশেহারা সাকিব আল হাসানরা। ম্যাচ শেষ হওয়ার দুদিন আগেই চট্টগ্রাম টেস্টে চালকের আসনে বসেছে সফরকারীরা। নিজেদের পয়মন্ত ভেন্যুতে এমন পরিণতি নিয়ে দিন শেষের সংবাদ সম্মেলনে এসে মেহেদি হাসান মিরাজ জানালেন কিছু কথা।

বাংলাদেশের স্পিনার জানালেন, সেশন বাই সেশন ভালো খেলার পাশাপাশি ধৈর্যের পরীক্ষায় সফল হয়েছে বলেই এখন ভালো অবস্থানে আছে আফগানরা। প্রতিপক্ষকে হালকা ভাবে না নিলেও সাকিব-রিয়াদদের রানের ঘুম ঠিকই হারাম করে দিয়েছে নিজদের তৃতীয় টেস্ট খেলতে নামা দলটি।

আফগানদের এগিয়ে থাকা নিয়ে মিরাজ বলেন, 'আমি আগেও একটা কথা বলেছিলাম, ক্রিকেট খেলায় যারা ভালো ক্রিকেট খেলবে তারাই কিন্তু জিতবে। যারা সেশন বাই সেশন ভালো খেলবে, তারাই কিন্তু এগিয়ে থাকবে। আমরা যে ওদের হালকা করে দেখেছি, তেমন কিছুই না। ওরা ভালো ক্রিকেট খেলেছে। ওরা অনেক ধৈর্য দেখিয়েছে। এটাই আমার কাছে মনে হয়।'

তৃতীয় দিন সকালে অল আউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে আফগানিস্তানের ৮ উইকেট তুলে নিতে সক্ষম হয় বাংলাদেশ। শুরুতে ৩ উইকেট ফেললেও আজগর আফগান এবং ইব্রাহিম জাদরানের জুটিতে ম্যাচে ফেরে সফরকারীরা। মিরাজের দাবি, দলের বোলাররা সর্বোচ্চ চেষ্টা করেছে উইকেট তুলে নেয়ার। কিন্তু প্রতিপক্ষ দলের ব্যাটসম্যানরা উইকেটে থিতু হয়ে কোনো ভুল করেননি। তারপরও হাল ছেড়ে দেননি সাকিব-তাইজুলরা।

মিরাজ আরও বলেন, 'টেস্ট ক্রিকেটে জুটি হবেই। বোলাররা যে একদম খারাপ বোলিং করেছে তা নয়। জুটি হয়ে গেলে ব্যাটসম্যানরা সেহজে খেলতে পারে। তারপরও আমার কাছে মনে হয় বোলাররা ধৈর্য সহকারে অনেকক্ষণ বোলিং করার চেষ্টা করেছে। বিশেষ করে তাইজুল ভাই খুব ভালো বোলিং করেছে। ওরা ভালো খেলেছে। আমার কাছে মনে হয় টেস্ট ক্রিকেটে ধৈর্যটা অনেক গুরুত্বপূর্ণ। ওরা জুটি গড়ার কারনে আমরা চেষ্টা করছিলাম ওদের ‍জুটি ভাঙ্গার। কিছু সময়ের জন্য শরীর কিছুটা হলেও ছেড়ে দেয়। সবখানেই এটা হতে পারে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়