শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর, ২০১৯, ০১:৪০ রাত
আপডেট : ০৮ সেপ্টেম্বর, ২০১৯, ০১:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাতীয় চলচ্চিত্র পুরস্কারের তালিকায় যুক্ত হল ‘নৃত্য বিভাগ’

রেন্টিনা চাকমা : জাতীয় চলচ্চিত্র পুরস্কার । দেশীয় চলচ্চিত্রের সবচেয়ে সম্মানজনক পুরস্কার । এতে চলচ্চিত্রের ২৭টি শাখায় পুরস্কৃত করা হয় গুণী শিল্পীদের। ২০১৬ সালে নৃত্য বিভাগের পুরস্কার নিয়ে বিতর্ক ওঠে। বাতিল করা হয় এই পুরস্কার। তবে ২০১৭ ও ২০১৮ সালের তালিকায় আবার অন্তর্ভুক্ত হয়েছে ‘নৃত্য বিভাগ’ শাখাটি।-বাংলা ট্রিবিউন

জানা গেছে, ঘোষণাটি চলতি মাসেই আসতে পারে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যস্ত না থাকলে আগামী অক্টোবরে আনুষ্ঠানিকভাবে ট্রফি তুলে দেওয়া হবে পুরস্কারপ্রাপ্তদের হাতে। মূলত, ২০১৬ সালে ‘নিয়তি’ চলচ্চিত্র নিয়ে বিতর্কের শুরু হয় । জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত এ সিনেমার ‘ঢাকাই শাড়ি’ গানের আসল নৃত্য পরিচালক হিসেবে কাজ করেন ভারতের জয়েশ প্রধান, এমনটাই জানান ছবির পরিচালক জাকির হোসেন রাজু। কিন্তু প্রযোজনা প্রতিষ্ঠান জুরি বোর্ডে হাবিবের নাম দিয়েছিল।

অভিযোগের ভিত্তিতে ২০১৬ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের তালিকা থেকে ‘সেরা নৃত্য পরিচালক’ বিভাগটি বাতিল করে তথ্য মন্ত্রণালয়। ওই সময় নৃত্য পরিচালক হিসেবে মোহাম্মদ হাবিবের নাম ঘোষণা করা হলে তিনি পুরস্কার নিতে অস্বীকৃতি জানান। বলেছিলেন, যে গানের জন্য তিনি নির্বাচিত হয়েছেন সেটির পরিচালক তিনি নন। নিয়ম মতে, মনোনয়নে দ্বিতীয় সেরা ব্যক্তি সেই পুরস্কার পাবেন। সেখানেও মনোনীত ছিলেন হাবিব। কিন্তু সেটি না করে হঠাৎই মন্ত্রণালয় থেকে ‘নৃত্য বিভাগ’ বাতিলের ঘোষণা দেয়। ফলে অপ্রস্তুত হয়ে পড়ে চলচ্চিত্র অঙ্গন। তবে এবারের পুরস্কারের তালিকায় ফিরছে ‘নৃত্য বিভাগ’।

এ বিষয়ে জুরি বোর্ডের গুরুত্বপূর্ণ সদস্য মুশফিকুর রহমান গুলজার বলেন, ‘এবার দুই বছরের জন্য পুরস্কার প্রদান করা হবে। নৃত্য বিভাগের জন্যও আমরা যোগ্যদের বাছাই করেছি। অর্থাৎ এবার নৃত্য বিভাগ থাকছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়