শিরোনাম
◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর, ২০১৯, ০১:০৩ রাত
আপডেট : ০৮ সেপ্টেম্বর, ২০১৯, ০১:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তান সফরে যেতে ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসবেন লঙ্কার ক্রীড়ামন্ত্রী

স্পোর্টস ডেস্ক : চলতি মাসের শেষের দিকে পাকিস্তানের ঘরের মাঠে ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজ রয়েছে শ্রীলঙ্কার। কিন্তু সেই সফরে যেতে নারাজ লঙ্কার ক্রিকেটাররা। তাদেরকে এই সফরে যাওয়ার জন্য রাজি করাতে খেলোয়াড়দের সঙ্গে বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছেন দেশটির ক্রীড়ামন্ত্রী হারিন ফার্নান্দো।

মিডিয়াকে তিনি বলেন, ‘আমি বেশ কয়েকজন ক্রিকেটারের সঙ্গে কথা বলেছি। এদের অনেকের পরিবার তাদের নিয়ে দুশ্চিন্তা করছে। আমি তাদের বলেছি যে, আমিও তোমাদের সঙ্গে পাকিস্তান যাবো।’

শ্রীলঙ্কার গণমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী ওয়ানডে ও টেস্ট দলের অধিনায়ক দিমুথ করুনারত্নে , টি-টুয়েন্টি অধিনায়ক লাসিথ মালিঙ্গা এবং সাবেক অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস ইতিমধ্যেই পাকিস্তানে যেতে অপারগতা প্রকাশ করেছেন।

এ কারণেই দলের সবার সঙ্গে বসবেন শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী। আগামী ২৪ সেপ্টেম্বর পাকিস্তানে যাওয়ার কথা রয়েছে শ্রীলঙ্কা দলের। সেখানে তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টুয়েন্টি ম্যাচের সিরিজে অংশ নেয়ার কথা তাদের।

ওয়ানডে ম্যাচগুলো অনুস্থিত হবে ২৭, ২৯ সেপ্টেম্বর এবং ২ অক্টোবর। তিনটি ওয়ানডেই হবে করাচি ন্যাশনাল স্টেডিয়ামে। তিনটি টি-টুয়েন্টি ম্যাচ অনুস্থিত হবে ৫,৭ ও ৯ অক্টোবর। টি-টুয়েন্টি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়