শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ মা হিসেবে পূর্ণ অভিভাবকত্ব পেয়ে দেশের ইতিহাসে নাম লেখালেন অভিনেত্রী বাঁধন ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর, ২০১৯, ১২:৩০ দুপুর
আপডেট : ০৮ সেপ্টেম্বর, ২০১৯, ১২:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সন্তানের দিকে লক্ষ্য রাখুন, যেন কিশোর গ্যাংয়ে জড়িয়ে না পড়ে, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

মাসুদ আলম : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘কিশোর গ্যাং বন্ধ করতে পুলিশ কাজ করছে। আমরা অভিভাবকদের বলবো, আপনার সন্তানদের দিকে লক্ষ্য রাখুন। তারা যেন কিশোর গ্যাংয়ে জড়িয়ে না পড়ে। যদি কোনো কিশোর অপরাধ করেই থাকে, তাহলে কিশোর আইনে তাদের বিচার হবে।’

শনিবার রাজধানীর মিরপুর পুলিশ স্টাফ কলেজে কনভেনশন হলে ‘মাদক-সন্ত্রাস, শিশু নির্যাতন, ইভটিজিং এবং সেলফোন-ইন্টারনেটের অপব্যবহার প্রতিরোধে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি এ আলোচনা সভার আয়োজন করে।
প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সন্ধ্যার পর কিশোররা কেন বাইরে থাকবে? হয় তারা পড়ার টেবিলে থাকবে, না হয় বাসায়। আমরা দেখছি, তারা অনেক রাত পর্যন্ত বাইরে থাকে। আমরা বলবো, পরিবার থেকে তাদের দিকে খেয়াল রাখুন।’

‘অনেককেই দেখি, সারাদিন ফেসবুকে থাকে। ফেসবুকে আসক্তি হয়ে গেছে। গতকাল এক ছাত্রনেতা এসে আমাকে বলছিলেন, গুলশান মসজিদের ইমাম তার বয়ানে বলেছেন, এটা সোশ্যাল মিডিয়া না, সোশ্যাল কোকেন। এই সোশ্যাল কোকেন থেকে আমাদের রক্ষা পেতে হবে। মসজিদের ইমাম যথার্থ বলেছেন।’

তিনি বলেন, প্রধানমন্ত্রী ২০০৯ সালে ক্ষমতায় আসার পর থেকেই ইভটিজিং প্রতিরোধে কাজ করার নির্দেশ দেন। আমরা ইভটিজিং কমাতে পেরেছি। আইনশৃঙ্খলা বাহিনী, অভিভাবকরা ইভটিজিংয়ের বিরুদ্ধে কাজ করছেন। স্কুল-কলেজের গভর্নিং বডির এ বিষয় আরও কাজ করা উচিত। স্কুলের চারপাশের পরিবেশ ভালো রাখতে হবে। মাদকের বিরুদ্ধেও আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সন্ত্রাস ও জঙ্গির উত্থান ছিল আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ। দেশের উন্নয়নে অনেক রাষ্ট্রের চক্ষুশূল হয়েছি আমরা। দেশকে অকার্যকর করতে চায় তারা।’
সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ‘নিজেরাই শিশুদের মানুষ হওয়ার কথা বলছি না। আমরা বলছি, জিপিএ-৫ পাও। শিশুরাও তাই ধারণা করে, জিপিএ-৫ পেলে জীবনে সব অর্জন হয়ে যাবে।’

সিআইডি প্রধান শফিকুল ইসলাম বলেন, ‘আমি খুব হতাশ হই, যখন দেখি, সন্তানকে জিপিএ-৫ পাওয়াতে অভিভাবকরা রাত জেগে অপেক্ষায় থাকে প্রশ্নপত্র পাওয়ার জন্য। শিক্ষার্থীরা দেখছে, শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি টাকা খেয়ে একজন অদক্ষ শিক্ষক নিয়োগ দিচ্ছে। তাহলে তারা কী নৈতিকতা শিখবে? সন্তান দেখছে, তার বাবার বেতনের তুলনায় সম্পদ বেশি। তাহলে এই সন্তান তার বাবার কাছ থেকে কী শিখবে?’

সম্পাদনা: অশোকেশ রায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়