শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০১৯, ০৬:০৩ সকাল
আপডেট : ০৭ সেপ্টেম্বর, ২০১৯, ০৬:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশনেত্রীকে মুক্ত করার কৌশল হিসেবে সিটি নির্বাচন গুলোতে অংশগ্রহন করতে চায় বিএনপি

শেখ নাঈমা জাবীন : নির্বাচনের রাজনীতিতে ফিরে আসতে চায় বিএনপি। এ লক্ষ্যে ঢাকা উত্তর, দক্ষিন এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে যাচ্ছে দলটি। প্রাথমিক প্রার্থী বাছাইও শেষ হয়েছে। ভোট বর্জনে দল নিস্ক্রিয় না করে নির্বাচনের রাজনীতিতে ফেরাই এর লক্ষ্য। তাই আগামিতে স্থানীয় নির্বাচনসহ সব নির্বাচনে প্রতিদ্বন্দীতা করতে চায় দলটি। ইডিপেনডেন্ট

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘সিটি নির্বাচনটাকে আমরা আমাদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে দেখতে চাই। এটি একটি কৌশল হবে। এর মাধ্যমে আমরা জনগনের কাছে যেতে পারবো। আমাদের রাজনীতিটাকে জনগণের কাছে নিয়ে যেতে পারবো। দেশনেত্রীকে মুক্ত করার জন্য এবং গনতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য যে সংগ্রাম তা সফল করতে কৌশল হিসেবে সিটি কর্পোরেশন নির্বাচনে আমরা অংশগ্রহন করতে চাই।’

দক্ষিন ঢাকায় সাদেক হোসেন খোকার ছেলে ইসরাক হোসেন এবং উত্তরে বিএনপির সম্ভাব্য প্রার্থী দলের নির্বাহী কমিটির সদস্য তাবিদ আওয়াল। চট্টগ্রাম সিটিতে প্রার্থী হতে পারেন মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন।

এছাড়াও শোনা যাচ্ছে মহানগরের সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর ও কারাগারে থাকা যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর নাম।
দলের নেতারা বলছেন, ৩ সিটিতেই জিতে আসার মতো প্রার্থী রয়েছে বিএনপির। পাশাপাশি দল শক্তিশালী করে জাতীয় নির্বাচনের দাবি আদায়ের আন্দোলনে যেতে ভোটের মাঠে থাকার বিকল্পও দেখছেন না তারা।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির হোসেন মাহমুদ চৌধুরী বলেন, ‘তিন সিটিতেই একই অবস্থা। মনোনয়নেরও সমস্যা নেই, জনপ্রিয়তারও সমস্যা নেই এবং প্রস্তুতিরও কোনো সমস্যা নেই।’

এরই মধ্যে ৩ সিটিতে সম্ভাব্য মেয়র প্রার্থীদের নানা সামাজিক কর্মকা-ে ভোটারদের পাশে থাকার নির্দেশনা দিয়েছে হাইকমান্ড।

সম্পাদনা : খালিদ আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়