শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০১৯, ০২:৪৫ রাত
আপডেট : ০৭ সেপ্টেম্বর, ২০১৯, ০২:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাহজালালে ৮ হাজার পিস ইয়াবাসহ আটক ৩

সুজন কৈরী : হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪০ লাখ টাকা মূল্যের আট হাজার পিস ইয়াবাসহ তিন জনকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ (এএপি)। আটককৃতরা হলো- ফারজানা আক্তার মীম (১৪), মো. ইয়ামিন (৩২) ও মো. শরিফুল ইসলাম (২৬)। শুক্রবার দুপুর ও বিকেলে পৃথক ঘটনায় ওই তিন জনকে আটক করা হয়।

এএপির অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন্স অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন বলেন, শুক্রবার বেলা দেড়টায় বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের বহিরাঙ্গন থেকে ইয়াবাসহ ফারজানাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ২০টি এয়ার টাইট প্যাকেটে এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। অপর ঘটনায় বেলা ২ টায় ইয়ামিনকে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের বহিরাঙ্গনের পুকুর পাড় থেকে আটক করা হয়। তার দেহ তল্লাশি করে ৪ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। এছাড়া বিকেল ৩ টায় শরিফুলকে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনাল সংলগ্ন পাবলিক টয়লেটের কাছ থেকে আটক করা হয়। তার দেহ তল্লাশি করে ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক তিনটি মামলা হয়েছে।

আলমগীর বলেন, জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছেন, তারা মূলত বাহক। ইয়াবাগুলো তাদের কাছ থেকে প্রকৃত মালিকের প্রতিনিধির সংগ্রহের কথা ছিলো। আটককৃতদের মধ্যে ইয়ামিনের নামে ডিএমপির যাত্রাবাড়ী থানায় মাদক মামলা আছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়