শিরোনাম
◈ প্রাথমিক স্কুলে অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশ ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০১৯, ০৭:২৩ সকাল
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০১৯, ০৭:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভাইরাল হওয়া সহজ না, জানালেন তাহেরী

মো. তৌহিদ এলাহী : দাওয়াতে ঈমানী বাংলাদেশ নামের একটি সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুফতী মুহম্মদ গিয়াস উদ্দিন আত তাহেরী।  সমসাময়িক ইসলামি আলোচকদের মধ্যে অন্যতম এই ভাইরাল হয়ে যাওয়া বক্তা।  তিনি বললেন, ভাইরাল হওয়াটা খুব সহজ নয়।  ২০১৮ সালের ডিসেম্বরে জিকিরের সময় নেচে-গেয়ে ‘বসেন বসেন, বইসা যান’ বলায় সমালোচিত হন তাহেরী। সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে তৈরি হয়ে নানা ট্রল ও ভিডিও ।  এ নিয়ে সমালোচনাও হয় বেশ।

বৃহস্পতিবার যমুনা টেলিভিশনের সাথে একান্ত সাক্ষাতকারে ভাইরাল হওয়া বিষয়গুলো নিয়ে খোলামেলা কথা বলেন তাহেরী।

তিনি বলেন, একজন মানুষ সকলের কাছে ভালো হতে পারে না। একজন মানুষ যখন পথ চলবে তখন তার বন্ধু থাকবে শত্রু থাকবে। আলোচনা থাকবে, সমালোচনা থাকবে। এটাই স্বাভাবিক মনে করি। যারা সমালোচনা করছেন ওনারা ওনাদের দৃষ্টিভঙ্গি প্রয়োগ করছেন আর আমি আমার দৃষ্টিভঙ্গিতে পথ চলছি। এর মধ্যে কারো বন্ধু হতে পেরেছি। কারো চোখে শত্রুতা লক্ষ্য করছি।

তাহেরী আরো বলেন, আমি ১৭ বছর ধরে ওয়াজ করি। এই ভাইরাল হওয়ার বিষয়গুলো সর্বোচ্চ এক বছর থেকে তিন মাসের। একজন মানুষের কথা মুখে মুখে নিয়ে আসা বা ভাইরাল হওয়া সহজ না। এটা চাইলে কিন্তু পসিবল হয় না। ১৬ বছর ধরে কোরআন-সুন্নাহর ওয়াজ করে আমি দেশ-বিদেশে পরিচিতি পেয়েছি। অনেক ভক্ত বিদেশ থেকেও আমাকে উৎসাহ প্রদান করেছেন। ১৬ বছরের আমার একটা পরিচিতি হয়তো মাঠে ছিলো। সেজন্য আমার মুখ থেকে যে কিছু শব্দ বের হয়েছে সেগুলো হয়তো কেউ কেউ ভাইরালের চোখে দেখেছে। আমার কোরআন-সুন্নাহর কথাগুলোতো কেউ ভাইরাল করলো না। ধর্মীয় ঝাঁঝালো কথাগুলো ভাইরাল করলো না। সম্পাদনা : খালিদ আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়