শিরোনাম
◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ শিশু হাসপাতালের কার্ডিয়াক আইসিইউতে আগুন, পুড়ে গেছে যন্ত্রপাতি ও বিভিন্ন সামগ্রী 

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০১৯, ০৭:০৫ সকাল
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০১৯, ০৭:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পৃথিবীতে সবচেয়ে সস্তায় ওষুধ মেলে বাংলাদেশে

ডেস্ক রিপোর্ট : পৃথিবীতে সবচেয়ে সস্তা দামে ওষুধ পাওয়া যায় বাংলাদেশে বলে মন্তব্য করে ঔষধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মো. মাহাবুবুর রহমান বলেছেন, এদেশে খুব সহজেই ওষুধ মেলে। ইউরোপ-আমেরিকাতে ওষুধের দাম বাংলাদেশের তুলনায় ১০ থেকে ২০ গুণ বেশি।আলোকিত বাংলাদেশ

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে নকল, ভেজাল, আনরেজিস্ট্রার্ড, মেয়াদোত্তীর্ণ ওষুধ প্রতিরোধে আয়োজিত জনসচেতনামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নগরের জামালখান রীমা কনভেনশন সেন্টারে এ সভা আয়োজন হয়।

এর আগে পাহাড়তলী বিশেষায়িত চিকিৎসাকেন্দ্র ইমপেরিয়াল হাসপাতালসহ একাধিক স্থানে মডেল ফার্মেসি উদ্বোধন করেন মেজর জেনারেল মো. মাহাবুবুর রহমান।

ঔষধ প্রশাসন অধিদফতরের ডিজি আরও বলেন, তবে দেশের মানুষের আয়ের তুলনায় এখানে ওষুধ দাম বেশি। ফলে নিম্ন আয়ের মানুষ টাকার অভাবে ওষুধ কিনে খেতে পারেন না। এ ছাড়া অনেক ওষুধ খাওয়ার পরেও কাজ করে না। সেগুলোর অবশ্য অনেক কারণ রয়েছে।

চাহিদার ৯৮ শতাংশ দেশীয় ওষুধে পূরণ হচ্ছে উল্লেখ করে ডিজি মেজর জেনারেল মো. মাহাবুবুর রহমান বলেন, বর্তমানে দেশে চাহিদার ৯৮ শতাংশ ওষুধ দেশীয় প্রতিষ্ঠান যোগান দিচ্ছে। পাশাপাশি বিদেশি রফতানি হচ্ছে বাংলাদেশি ওষুধ।

বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি চট্টগ্রামের সভাপতি সমীর কান্তি সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির সভাপতি সাদিকুর রহমান, ঔষধ প্রশাসন অধিদফতরের পরিচালক মো. রুহুল আমিন, বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের সহ-সভাপতি এম মোসাদ্দেক হোসেন, সচিব মুহাম্মদ মাহাবুবুল হক।

উপস্থিত ছিলেন ঔষধ প্রশাসন অধিদফতরের উপ-পরিচালক মো. মোস্তাফিজুর রহমান, সহকারী পরিচালক ড. আকিব হোসেন, ঔষুধ তত্ত্বাবধায়ক হুসাইন মোহাম্মদ ইমরান, কামরুল হাসান প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়