শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০১৯, ০৪:০৬ সকাল
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০১৯, ০৪:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যশোরে ধর্ষণে অন্তঃসত্ত্বা, ১১ বছরের শিশু হাসপাতালে ভর্তি

জাহিদুল কবীর মিল্টন, যশোর প্রতিনিধি: হাসপাতালের বিছানায় শুয়ে যন্ত্রনায় ছটফট করছে ধর্ষণের শিকার অন্তঃসত্ত্বা যশোরের মনিরামপুরের ১১ বছরের সেই স্কুলছাত্রী। তার শারীরিক অবস্থার হঠাৎ অবনতি দেখা দিলে পরিবারের লোকেরা তাকে বুধবার ০৪ সেপ্টেম্বর যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করে। ৮ মাসের অন্তঃসত্ত্বা ওই স্কুলছাত্রীকে বর্তমান হাসপাতালের প্রসূতি বিভাগে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। উপজেলা পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের সহকারী কর্মকর্তা কিবরিয়া শিশুটিকে একাধিকবার ধর্ষণ করেছে বলে অভিযোগ রয়েছে।

যশোর জেনারেল হাসপাতালের গাইনি বিভাগের চিকিৎসক নিলুফার ইয়াসমিন জানান, অন্তঃসত্ত্বা মেয়েটি এখনও শিশু। এ কারণে তার অবস্থা বেশ ক্রিটিক্যাল। এজন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। কিন্তু অর্থের অভাবে স্বাজনরা তাকে নিয়ে যেতে পারছে না। আগামী ১৭ অক্টোবর ডেলিভারির ডেট রয়েছে। এর আগেও হতে পারে। তবে মেয়েটির বয়স কম হওয়ার কারণে স্বাভাবিকভাবে সন্তান প্রসব হওয়ার সম্ভাবনা খুবই কম।

ওই শিশুর স্বজনরা জানান, পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের উপজেলার সহকারী কর্মকর্তা হিসেবে যোগদান করে কিবরিয়া মণিরামপুরে একটি ভাড়া বাড়িতে বসবাস করতেন। তার বাড়িতে কাজের মেয়ে হিসেবে ওই শিশুটি থাকত। চলতি বছরের শুরু থেকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাকে দিনের পর দিন ধর্ষণ করেন কিবরিয়া। এতে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। বিষয়টি জানতে পেরে মেয়েটির স্বজনরা আইনের আশ্রয় নেন। তখন পুলিশ কিবরিয়াকে গ্রেফতার করে। বর্তমানে তিনি কারাগারে আছেন। আর মামলাটি বিচারাধীন।

এদিকে মামলা বিচারাধীন থাকায় শিশুটির গর্ভপাত ঘটানো যায়নি বলে জানিয়েছে তার পরিবার। ফলে জীবন-মৃত্যুর সঙ্গে লড়ছে ভুক্তভোগী শিশুটি। স্বজনরাও রয়েছেন খুব চিন্তায়। একদিকে অর্থের অভাব, অন্যদিকে অনাগত শিশুর বাবার পরিচয় আর সমাজের তিরস্কার শান্তি কেড়ে নিয়েছে পরিবারটির।

  • সর্বশেষ
  • জনপ্রিয়