শিরোনাম
◈ সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২ ◈ থাইল্যান্ডের রাজা-রাণীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ◈ রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় ◈ শিক্ষক নিয়োগ: ১৪ লাখ টাকায় চুক্তি, ঢাবি শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৫ ◈ বিদ্যুৎ-গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না ◈ রোববার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান  ◈ নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি ◈ উপজেলা নির্বাচন সুষ্ঠু করতে ব্যর্থ হলে গণতান্ত্রিক ধারাবাহিকতা ক্ষুণ্ন হতে পারে: সিইসি ◈ ভারতের রপ্তানি করা খাদ্যদ্রব্যে ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক পেয়েছে ইইউ ◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের স্বাক্ষর

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০১৯, ০২:৫৫ রাত
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০১৯, ০২:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বশেমুরবিপ্রবিতে অভিন্ন নীতিমালা বাতিলের দাবিতে শিক্ষক সমিতির মানববন্ধন

জাহিদুল ইসলাম: বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্তৃক প্রস্তাবিত পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহে শিক্ষক নিয়োগ ও পদোন্নতির অভিন্ন নীতিমালা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষকেরা।

বৃহস্পতিবার ( ৫ সেপ্টেম্বর ) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে 'শিক্ষক সমিতি' কর্তৃক আয়োজিত এ মানববন্ধন করেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও শিক্ষক সমিতির সভাপতি মো.আশিকুজ্জামান ভূঁইয়া বলেন, 'পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর নীতিমালা হবে শিক্ষক বান্ধব। ইউজিসি কর্তৃক যে নীতিমালা প্রস্তাবিত হয়েছে তা শিক্ষকদের মনে দ্বিধার সৃষ্টি করেছে। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও গবেষণার মান নষ্ট হবে। এ নীতিমালা শিক্ষক বান্ধব না হওয়ায় ইউজিসিকে বলতে চাই আপনারা প্রত্যাহার করে শিক্ষক বান্ধব নীতিমালা প্রস্তাবিত করুন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিক্ষক সমাজের সম্মান উচ্চতর স্থানে আসীন করে ছিলেন এবং শিক্ষকদের মর্যাদার প্রত্যেক বিষয়ে সংবেদনশীল ছিলেন। আমরা আশা করছি জাতির পিতার সুযোগ্য কন্যা শেখ হাসিনা আমাদের শিক্ষক সমাজের এ সম্মান অক্ষুন্ন রাখবেন।'
তিনি আরও বলেন, 'আগামী ৭ সেপ্টেম্বর আমাদের বিশ্ববিদ্যালয় থেকে তিন জন প্রতিনিধি শিক্ষক ফেডারেশনের সভায় যাব এবং আমাদের অভিযোগ লিখিতভাবে জানাবো।'

এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষক পর্যায়ের শিক্ষকরা অংশগ্রহণ করেন।
উলে­খ্য, গত ২৮ আগস্ট এ নীতিমালাকে বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্বশাসনের সাথে অসঙ্গতিপূর্ণ দাবি করে সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে প্রত্যাখ্যান করেছে বশেমুরবিপ্রবি শিক্ষক সমিতি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়