শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০১৯, ০২:২১ রাত
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০১৯, ০২:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দায়িত্বে অবহেলা ও অনিয়মের অভিযোগে দেশের সাত স্থানে দুদকের অভিযান

জান্নাতুল পান্না : দায়িত্বে অবহেলা ও অনিয়মের অভিযোগে ফরিদপুর, বগুড়া, ঝিনাইদহসহ দেশের সাত স্থানে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার দুদকের এনফোর্সমেন্ট টিম এসব অভিযান পরিচালনা করেন।

জানা যায়, ফরিদপুর জেলা কারাগারের এক হাবিলদার বরখাস্ত, বগুড়ার গাবতলীর কালুডাঙ্গা কমিউনিটি ক্লিনিকে সেবাপ্রদানে হয়রানি, দায়িত্বে অবহেলা ও অনিয়মের অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুদক। দুদকের হটলাইন ১০৬ এ অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযোগ আসে, ক্লিনিকটি যথাসময়ে খোলা থাকে না, রোগীদের সাথে দুর্ব্যবহার করা হয়। দুদক টিম জানতে পারে, কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার রাবেয়া সুলতানা বগুড়া সদর থেকে অফিসে যাতায়াত করেন। ক্লিনিক উদ্ঘাটিত নানাবিধ অনিয়মের বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা, গাবতলী ও সিভিল সার্জন, বগুড়া-কে অবহিত করে অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করে অভিযান পরিচালনাকারী টিম।

এদিকে ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় কুমার নদীতে অবৈধভাবে বালুউত্তোলনের অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুদক।সরেজমিন অভিযানে টিমজানতে পারে, প্রায় একমাস যাবত উক্ত নদী থেকে এভাবে বালু উত্তোলনকরে বিক্রয় করা হচ্ছে। এছাড়াও নানাবিধ অনিয়মের অভিযোগে ফরিদপুর জেলা কারাগারে অভিযান পরিচালনা করেছে দুদক। এখানে অনৈতিক কাজে যুক্ত থাকার অপরাধে তাকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করে কারা কর্তৃপক্ষ।

এছাড়া জেলখানার খাবারের নিম্নমানের অভিযোগটিও খতিয়ে দেখে দুদক টিম। টিম সকল খাবারের মূল্য তালিকা ও জেল সুপারের মোবাইল নাম্বার কারাগারের বিভিন্ন দৃশ্যমান স্থানে টানানোর জন্য পরামর্শ দেয়।এছাড়া সাভার ভূমি অফিসে অসাধু কর্মকর্তা কর্তৃক ঘুষগ্রহণের অভিযোগে, কুমিল্লায় এক সহকারী শিক্ষিকা কর্তৃক একইসময়ে দুই প্রতিষ্ঠান হতে আর্থিক সুবিধা গ্রহণের অভিযোগে, অপরিকল্পিতভাবে সেতু নির্মাণ করে সরকারি টাকা অপচয়ের অভিযোগে, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক বিভিন্ন কাজে অনিয়ম ওদুর্নীতির অভিযোগে এবং ভুয়া বিল ভাউচার স্বাক্ষরের মাধ্যমে স্কুলউন্নয়নের টাকা উত্তোলনপূর্বক আত্মসাতের অভিযোগে যথাক্রমে প্রধান কার্যালয় সমন্বিত জেলা কার্যালয়, কুমিল্লা সমন্বিতজেলা কার্যালয় যশোর সমন্বিত জেলা কার্যালয় রাজশাহী এবং সমন্বিত জেলা কার্যালয়, ফরিদপুর হতে আরও ৫টি এনফোর্সমেন্টঅভিযান পরিচালিত হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়