শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০১৯, ০৩:১৮ রাত
আপডেট : ০৫ সেপ্টেম্বর, ২০১৯, ০৩:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাবিনা ইয়াসমীনকে চ্যানেল আইয়ের লাল গালিচা সংবর্ধনা

আবু সুফিয়ান : বাংলা সঙ্গীতের কিংবদন্তি শিল্পী সাবিনা ইয়াসমীনের জন্মদিন পালিত হলো ৪ সেপ্টেম্বর। জন্মদিনে তিনি চ্যানেল আই কার্যালয়ে এলে তাঁকে ক্ষুদে গানরাজ ও সেরা কন্ঠের শিল্পীরা ফুল দিয়ে বরণ করে নেয় লালগালিচা সম্বর্ধনায়। পরে আফজাল হোসেন’র উপস্থিতিতে চ্যানেল আই-এর শিল্পীদের সঙ্গে নিয়ে তারকাকথন অনুষ্ঠানে নিয়ে যাওয়া হয় বরেণ্য এই শিল্পীকে। শিল্পীর জন্মদিন উপলক্ষে চ্যানেল আই-এর পর্দায় ছিল বিশেষ আয়োজন। যেমন- তারকাকথন, গানে গানে সকাল শুর“ এবং এবং সিনেমার গান অনুষ্ঠানগুলো ছিল উল্লেখ্য। অনন্যা রুমার প্রযোজনায় আফজাল হোসেনের উপস্থাপনায় ‘তারকাকথন’ অনুষ্ঠানে বুধবার সাবিনা ইয়াসমিনের জন্মদিনে চ্যানেল আই-এর বিশেষ ‘তারকা কথন’ অনুষ্ঠানে বসেছিলেন জনপ্রিয় এই শিল্পী। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কখনও যদি কোনো গানের সুর করি তবে সেই গানটির শিল্পী হবেন রুনা লায়লা। তিনি বলেন গানের সুরটাই হবে তাঁকে চিন্তা করে, তাঁর গলার কথা ভেবে। রুনা লায়লাকে দিয়ে গাওয়াতে পারলে আমার খুব ভালো লাগবে।

বাংলাদেশের সর্বোচ্চ পদক একুশে পদক ১৯৮৪ ও স্বাধীনতা পদক ১৯৯৬ প্রাপ্ত সঙ্গীতশিল্পী সাবিনা ইয়াসমীনের জন্ম ১৯৫৩ সালের ৪ সেপ্টেম্বর। মা বেগম মাহমুদা খাতুন ও বাবা লুৎফর রহমান। স্বনামধন্য সঙ্গীতশিল্পী প্রয়াত নিলুফার ইয়াসমীন, ফৌজিয়া ইয়াসমীন, ফরিদা ইয়াসমিন, তাঁর বোন। ১৯৬৭ সাল থেকে অদ্যাবধি শিল্পী সাবিনা ইয়াসমীন সঙ্গীত সাধনা, উন্নয়ন কাজ করে যাচ্ছেন। তিনি ১৩বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ ২০১৬ সালে ফিরোজা বেগম স্বর্ণপদক প্রাপ্ত হন। এ যাবত তাঁর পনের হাজারেরও বেশি গান রেকর্ড হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়