শিরোনাম
◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা দ্রুত আরোপ করুন: জাতিসংঘ বিশেষজ্ঞ ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত ◈ বাংলাদেশে পূর্ণাঙ্গ ও মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র: ম্যাথিউ মিলার ◈ ঈদের পর কমপক্ষে ২৩ ডিসি’র রদবদল হতে পারে ◈ ৫ থেকে ১৪ এপ্রিলের মধ্যে কর্মদিবস একদিন ◈ চাঁদপুরে পিকআপ ভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ◈ ভারত থেকে আসবে ৫০ হাজার মেট্রিক টন পেঁয়াজ 

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০১৯, ০৩:০৬ রাত
আপডেট : ০৫ সেপ্টেম্বর, ২০১৯, ০৩:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মানবাধিকার কেবলমাত্র ভারত-পাকিস্তানের দ্বিপক্ষীয় বিষয় নয়, বললেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

লিহান লিমা: ভারত-শাসিত জম্মু ও কাশ্মীরে সত্যতা অনুসন্ধান মিশনের অনুমতি দেয়ার জন্য ভারতকে আহ্বান জানিয়েছে ইসলামিক দেশগুলোর সংস্থা (ওআইসি) এর অধিকার বিষয়ক ওয়াচডগ ইন্ডিপেনডেন্ট পার্মানেন্ট হিউম্যান রাইটস কমিশন (আইপিএইচআরসি)। সংস্থাটি জানায়, ভারত জম্মু ও কাশ্মীরকে ‘বিশ্বের বৃহত্তম কারাগার’ এ পরিণত করেছে। এই সময় তারা এই বিতর্কিত অঞ্চলটি পরিদর্শনের জন্য জাতিসংঘ এবং ওআইসির ফ্যাক্ট-ফাইন্ডিং মিশনকে অনুমতি দেয়ার জন্য ভারতকে আহ্বান জানায়।

তুরস্কের গণমাধ্যম আনাদুলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়, ব্রিটিশ সরকারও ভারতকে কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্তের জন্য আহ্বান জানিয়েছে। বুধবার ব্রিটিশ পার্লামেন্টে পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব জানান, ‘মানবাধিকার কেবলমাত্র ভারত-পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয় নয়। আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানবাধিখারকে অবশ্যই সম্মান জানাতে হবে। কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি অবশ্যই স্বচ্ছ ও স্বাধীনভাবে তদন্ত করতে হবে।’

বুধবার এক বিবৃতিতে আইপিএইচআরপি বলেছে, ৫ আগস্ট ভারতের নিরাপত্তা বাহিনী কাশ্মীরে অমানবিক কারফিউ/অবরোধ আরোপ করে রেখেছে, আন্তর্জাতিক নিন্দার মুখেও এটি হ্রাস পায় নি। উপরুন্তু কাশ্মীর বিশ্বের বৃহত্তম কারাগারে পরিণত হয়েছে এবং অসহায় কাশ্মীরের জনগণের ওপর অমানবিক শোষণ চলছে। বিবৃতিতে তারা আরো জানায়, ৫ হাজারেরও বেশি তরুণ কাশ্মীরিকে বেআইনিভাবে আটক করা হয়েছে এবকং নিরাপত্তা বাহিনী সাংবাদিক ও মানবাধিকারকর্মীদের ভুয়া অভিযোগে অভিযুক্ত করছে।

যুক্তরাষ্ট্র ভিত্তিক সংস্থা জেনোসাইড ওয়াচের জারি করা রেড অ্যালার্ট উল্লেখ করে কমিশন আরো জানিয়েছে, নিরাপত্তা বাহিনী কর্তৃক মানবাধিকারের এই ক্রমাগত লঙ্ঘন রাষ্ট্রকর্তৃক আরোপিত হিন্দুত্ববাদী আদর্শের প্রভাব, যা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোকে গণহত্যার মতো সতর্কতা জারি করতে বাধ্য করেছে।

এর আগে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ কয়েকটি অধিকার গোষ্ঠি কাশ্মীরে চলমান অচলাবস্থা, যোগাযোগ বিচ্ছিন্ন, কঠোর বিধি-নিষেধ আরোপ, বিক্ষোভের আশঙ্কায় রাজনৈতিক নেতাদের আটক নিয়ে সতর্কবার্তা দেয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়