শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০১৯, ০২:৩৬ রাত
আপডেট : ০৫ সেপ্টেম্বর, ২০১৯, ০২:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুনঃনির্বাচিত হলে চীনের জন্য বাণিজ্যচুক্তি করা কঠিন হবে, জানালেন ট্রাম্প

নূর মাজিদ : ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগেই চীনকে বাণিজ্যচুক্তি সম্পাদনে বাধ্য করতে আগ্রহী ট্রাম্প। না হলে, দ্বিতীয়বার নির্বাচিত হওয়ার পর দেশটির সঙ্গে দ্বিপাক্ষিক বানিজ্যচুক্তির শর্ত নিয়ে আরো কঠোর অবস্থান নেয়ার হুমকি দিয়েছেন তিনি। খবর : ব্লুমবার্গ।

মঙ্গলবার এক টুইট বার্তায় তিনি এই হুমকি দেন। টুইটে ট্রাম্প বলেন, ‘আমি জিতলে চীনের কি অবস্থা হবে একবার ভাবুন।বাণিজ্যচুক্তি করা আরো অনেক দুরূহ হবে দেশটির জন্যে। আমরা তাদের সঙ্গে আলোচনায় এখন খুবই ভালো অবস্থানে রয়েছি।’

ভালো অবস্থানের কোন বিশদ ব্যাখ্যা অবশ্য দেন নি ট্রাম্প।কিন্তু, তিনি দাবি করেন, চীন এখন মার্কিন প্রশাসনে পরিবর্তন দেখতে আগ্রহী। ট্রাম্প বলেন, ‘আমার পরিবর্তে অন্য প্রেসিডেন্টের সঙ্গে বাণিজ্য আলোচনা করতেই চীন পছন্দ করবে, এই বিষয়ে আমি নিশ্চিত।’

এদিকে চলতি মাসে ফের আরেকটি বাণিজ্য আলোচনার তারিখ নির্ধারণ নিয়ে যখন দুই দেশের বাণিজ্য আলোচকেরা ঐক্যমত্যে পৌঁছাতে পারছেন না, তার মাঝেই ট্রাম্প এই টুইট করেছেন। চলতি মাস থেকে নতুন শুল্ক কার্যকর না করতে বেজিংয়ের অনুরোধ ওয়াশিংটন আগ্রাহ্য করার পরেই আলোচনার তারিখ নির্ধারণ নিয়ে জটিলতা সৃষ্টি হয়। আলোচনার সঙ্গে সম্পৃক্ত মার্কিন কর্মকর্তাদের বরাতে ব্লুমবার্গ এই বিষয়ে নিশ্চিত হয়েছে।

গত মঙ্গলবার চীনের প্রধান বাণিজ্য আলোচক এবং ভাইস প্রিমিয়ার লিউ হে মার্কিন সিনেটর স্টিভ ডেইনের নেতৃত্বে চীন সফররত একটি কূটনৈতিক প্রতিনিধি দলকে বলেন, ‘চীন বরাবরই বাণিজ্যযুদ্ধের বিরোধী। এই যুদ্ধ না চীন ও যুক্তরাষ্ট্র এবং বিশ্ব অর্থনীতির জন্য ভালো ফল বইেয় আনেনি। এবং আগামী দিনেও এর মাধ্যমে গঠনমূলক কোন পরিবর্তন আনা সম্ভব হবে না।’ রাষ্ট্রীয় বার্তা সংস্থা শিনহুয়া প্রথম এই সংবাদ প্রকাশ করে। এসময় লিউ আরো বলেন, আমি আশা করি উভয়পক্ষ গভীর বোঝাপড়ার মাধ্যমে উভয়পক্ষের মাঝে ঐক্যমত্যে পৌঁছানোর জায়গা খুঁজে বের করতে সক্ষম হবে। এইক্ষেত্রে নিজেদের মতবিরোধ দূরে সরিয়ে রেখে পারস্পারিক মর্যাদা এবং সাম্যের ভিত্তিতে বিদ্যমান সংকটের সমাধান করার আহ্বান জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়