শিরোনাম
◈ ফরিদপুরে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, নিহত ১২  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা ◈ শ্রম আইন লঙ্ঘনের সাজাপ্রাপ্ত মামলায় স্থায়ী জামিন চাইবেন ড. ইউনূস ◈ ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ ◈ স্বাস্থ্যখাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী  ◈ কৃষি খাতে ১০ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যে তিন  বছরে সাড়ে ৩৮ হাজার কোটি টাকা বরাদ্দ ◈ বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬.১ শতাংশ: এডিবি ◈ বাংলাদেশে পালিয়ে এসেছে বিজিপির ১৪ সদস্য ◈ ৬০ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলার তালিকা প্রকাশ করুন: মির্জা ফখরুলকে ওবায়দুল কাদের

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০১৯, ০২:৩৬ রাত
আপডেট : ০৫ সেপ্টেম্বর, ২০১৯, ০২:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘মুক্তিযুদ্ধে ভারতের অবদান বাংলাদেশ শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে’

মাহফুজ নান্টু, কুমিল্লা: জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জম্মশতবর্ষ ও স্বাধীনতার ৫০ বছর পুর্তি উৎসব, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধকালে ত্রিপুরা রাজ্যে স্থাপিত মুক্তিযুদ্ধের সেক্টর স্বরণার্থী শিবির ও স্মৃতি বিজড়িত স্থান সমূহ পরিদর্শ ও সোহার্দ অনুষ্ঠান আগরতলায় কামান চৌমুহুনিতে শহীত বেধিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হয়।

এ সফরকে কেন্দ্র করে মুক্তিযোদ্ধা প্রতিনিধি দলের পক্ষ থেকে আগরতলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজ করা হয়। সংবাদ সম্মেলনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন কুমিল্লা সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা প্রতিনিধি দলের অন্যতম সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার। বক্তব্যের শুরুতে তিনি মুক্তিযুদ্ধে নিহত শহীদ মুক্তিযোদ্ধা ও মিত্র বাহিনীর ভারতীয় সেনাবাহিনীর সদস্যদের শ্রদ্ধার সাথে স্বরণ করেন।

এমপি বাহার বলেন, মুক্তিযুদ্ধে ভারতের অবদান বাংলাদেশ শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে, মুক্তিযুদ্ধের সময় ত্রিপুরাবাসী বাংলাদেশ থেকে আসা শরনার্থীদের যে ভাবে সাহায্য সহযোগিতা করেছে তা পৃথিবীর ইতিহাসে একটি বিরল ঘটনা। তিনি মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের পক্ষে অকুন্ঠ সর্ম্থন ও সর্বাত্বক সহযোগিতার জন্য ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতি ইন্দিরা গান্ধির প্রতি গভীর শ্রদ্ধাজ্ঞাপন করেন। যার সহযোগিতা না থাকলে বাংলাদেশের স্বাধীনতা ব্যহত হতো। তিনি আরো বলেন, বাংলাদেশ ভারতের সাথে একজন প্রকৃত বন্ধু হিসেবে সব সময় পাশে থাকবে। মুক্তিযোদ্ধাদের নিয়ে এরকম ঐতিহাসিক অনুষ্ঠান আয়োজনের জন্যে ভারত সরকার, ত্রিপুরা রাজ্য সরকার ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ এবং কতৃজ্ঞতা জানান।

বাংলাদেশ মুক্তিযুদ্ধ একাডেমি ট্রাস্ট, ভারতের ত্রিপুরা রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তর, বাংলাদেশ সংস্কৃতি বিষয়ক মন্ত্রানালয় ও ত্রিপুরার আগরতলা বাংলাদেশের সহকারি হাই কমিশন ৪ থেকে ৭ সেপ্টেম্বর এই অনুষ্ঠানের আয়োজন করে। বুধবার (৪ সেপ্টেম্বর) আগরতলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে ৪ দিন ব্যাপী অনুষ্ঠানের সুচনা হয়।

সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা নাজমুল হাসান পাখি, এডভোকেট রুস্তম আলী, সাবেক তথ্য কমিশনার মো. আজিজুর রহমান, মুক্তিযুদ্ধ একাডেমি ট্রাস্টের ট্রাস্টি ড. আবুল কালাম আজাদ ও কুমিল্লা জেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সফিউল আহমেদ বাবুল, আগরতলা বাংলাদেশ হাই কমিশনের প্রথম সচিব মো: জাকির হোসেন ভূইয়া, মুক্তিযুদ্ধে অবদানের জন্য সম্মাননা প্রাপ্ত শ্যামল চৌধুরী। পরে আমন্ত্রীত প্রতিনিধি দলের সদস্যরা সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহারের নের্তৃত্বে সকল মুক্তিযোদ্ধারা আগরতলা কামান চৌমুহুনীতে অবস্থিত শহীদ বেধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং শহীদদের স্বরণে ১মিনিট নিরবতা পালন করেন। অনুষ্ঠানে আগরতলা বাংলাদেশ হাই কমিশনের কর্মকর্তা, সাংবাদিক ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়