শিরোনাম
◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০১৯, ০২:২৭ রাত
আপডেট : ০৫ সেপ্টেম্বর, ২০১৯, ০২:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সেলাই কর্মীদের উন্নত প্রশিক্ষণে যুক্তরাজ্য এবং সুইস সরকারের সহায়তা নেবে বিজিএমইএ

নূর মাজিদ : যুক্তরাজ্য এবং সুইস সরকারের অর্থায়নে পরিচালিত প্রশিক্ষণ কর্মসূচীতে স্বাক্ষর করেছে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টাস এ্যাসোসিয়েশন- বিজিএমইএ। সেলাই মেশিন অপারেটরদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সুদক্ষ নামের এই প্রশিক্ষণ কর্মসূচিতে দেশদুটি অর্থায়ন করেছে। যা দেশে তৈরি পোশাকখাতে উৎপাদিত বস্ত্রের গুণগত মান উন্নয়নে সহায়ক অবদান রাখবে। খবর : জাস্ট স্টাইল।

সুদক্ষ একটি সাত বছর ব্যাপী প্রশিক্ষণ কর্মসূচী। দরিদ্র জনগোষ্ঠীর দক্ষতা বৃদ্ধির পাশাপাশি তাদের জন্যে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করা এর প্রধান লক্ষ্য। যার মাধ্যমে, বঞ্চিত এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ১ লাখ মানুষকে প্রশিক্ষিত করার উদ্যোগ নেয়া হয়েছে। প্রশিক্ষণের ক্ষেত্রে নারী এবং অতি-দারিদ্রদের অগ্রাধিকার দেয়া হবে।

আলোচিত চুক্তিটিতে স্বাক্ষর করেছেন বিজিএমইএ সভাপতি রূবানা হক এবং সুদক্ষ টিম লিডার আরলিং পিটারসন। যার আওতায় আরএমজি খাতের কর্মী প্রশিক্ষণে বিজিএমইকে কারিগরি সহায়তা দেবে সুদক্ষ। প্রশিক্ষণ স¤পন্ন হলে সেলাই কর্মীদের দক্ষতা এবং উতপাদনশীলতা ফ্লোর প্রতি ৪৫ থেকে ৬৫ শতাংশ বাড়বে।

তবে শুধু কর্মী প্রশিক্ষণই নয়, বিজিএমইএ পরিচালিত ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলোজির কারিকুলামেও প্রকল্প থেকে অর্জিত জ্ঞান স্থান পাবে। চুক্তি অনুসারে, আরএমজি এবং টেক্সটাইল ইন্ড্রাস্ট্রি স্কিল কাউন্সিলসহ বিজিএমইএর অন্যান্য প্রশিক্ষণ কেন্দ্রও কারিগরি সহায়তা পাবে।

বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহৎ তৈরি পোশাক রপ্তানিকারক। দেশের টেক্সটাইল এবং অ্যাপারেলখাতের বার্ষিক জিডিপি অবদান ২০ শতাংশ। এইখাতে ২ কোটি মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত। বিগত কয়েক দশকে যা দেশের অর্থনৈতিক শক্তির প্রধান স্তম্ভে পরিণত হয়েছে। স¤পাদনা : ইমরূল শাহেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়