শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০১৯, ০২:১৩ রাত
আপডেট : ০৫ সেপ্টেম্বর, ২০১৯, ০২:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বগুড়ায় নারীকে গলা কেটে হত্যার ঘটনায় ঘাতক স্বামী আটক

আরএইচ রফিক, বগুড়া: বগুড়া শহরে নূরজাহান বেগম (৪৩) নামের কর্মজীবি নারীর গলা কেটে হত্যার ঘটনায় নিহতের ঘাতক স্বামী শাহীন আলম(৩৫)কে অবশেষে গ্রেপ্তার করেছে। নৃশংস হত্যাকান্ডটি সংঘটিত হয়েছে শহরের ছিলিমপুর দীঘিরপাড় এলাকায় । মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে এলাকার একটি ভাড়া বাড়ি থেকে ঘড়ের তালা ভেঙে তার লাশ উদ্ধার করে পুলিশ।পুলিশ হত্যাকান্ডেণ্ড ব্যবহৃত ছুরি উদ্ধার করেছে।

নিহত নূরজাহান বেগম জেলার দুঁপচাচিয়া উপজেলার পোথাট্টি গ্রামের মৃত সাবাজ সাকিদারের মেয়ে। অভিযুক্ত শাহীন আলম ওরফে সুমন বগুড়ার সদর উপজেলার কদিমপাড়া গ্রামের মৃত দৌলত জামানের পুত্র।সে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ার্ড বয় হিসাবে কর্মরত ছিল।

পুলিশের একটি দায়িত্বশীল জানায় , ইতিপূর্বে জেলার শিবগঞ্জে নিহত নূরজাহানের বিয়ে হয়েছিল। অতিসম্প্রতি সেখানের সংসার ভেঙ্গে যাবার পর শজিমেক হাসপাতালের পেছনের একটি জুট মিলে কাজে যোগ দেয় নূরজাহান । সেখান থেকে শাহীন মিয়ার সাথে তার সমপর্ক হয় । গত আগস্ট মাসে কোন এক তারিখে বগুড়া সদরের কদিমপাড়া গ্রামের দৌলতজ্জামানের ছেলে শাহিন মিয়ার সঙ্গে দুপচাঁিচয়া উপজেলার দাইমুল্যা গ্রামের মৃত সাবাশ শাকিদারের মেয়ে নূরজাহানের বিয়ে হয়। সেদিনই শাকপালা দীঘির পাড় এলাকায় জনৈক আব্দুস ছাত্তারের বাসা ভাড়া নিয়ে স্বামী স্ত্রী পরিচয়ে বসবাস শুরু করে তারা। পুলিশ আরো জানায় নিহত নূর জাহান বেগমের ইতি পূর্বে দু জায়গায় বিয়ে হয়েছিল এটি তার তৃতীয় বিয়ে । অন্যদিকে শাহীন আলমের এটি দ্বিতীয় বিয়ে ।

নিহতের ছেলে লিটন জানান, শাহীন আলম তার মা নূরজাহান বেগমের তৃতীয় স্বামী। তার বাবা ইনসেন আলীর সঙ্গে তার মায়ের প্রায় ২০ বছর পূর্বে ডিভোর্স হয়। এরপর তার মা শিবগঞ্জ উপজেলার লড়িয়াল গ্রামের মজিবর রহমানকে বিয়ে করেন। সেখানে প্রায় তার মা ৮ বছর সংসার করেন। পরে মজিবর রহমান মারা গেলে তার মা বগুড়া ইসলামপুর হাসান জুট মিলে শ্রমিক হিসেবে যোগদান করেন। সেখানে কর্মরত থাকা অবস্থায় শাহীন আলমের সঙ্গে বিয়ে হয় তার মা নূরজাহান বেগমের।

বিয়ের পরপরই শাকপালা দিঘীরপাড় গ্রামে ভাড়া বাসায় বস্ববাস শুরু করে তারা । ভাড়াবাড়ির মালিক আবদুস সাত্তার জানান, মো. শাহীন আলম সপ্তাহখানেক হলো তার বাড়ি ভাড়া নিয়েছিলেন।

অন্যদিকে পুলিশের একটি দায়িত্বশীর আরো জানান, দাম্পত্য কলহের জের নিয়ে এ হত্যাকাণ্ড ঘটে। অভিযুক্ত শাহীন আলম তার আগের স্ত্রীকে ডিভোর্স দিয়ে গত ২২ আগস্ট নূরজাহান বেগমকে বিয়ে করেন। বিয়ের ১১ দিনের মাথায় শাহীন আলম তার স্ত্রীকে ঘুমের ওষুধ খাইয়ে ধারালো ছুরি দিয়ে জবাই করে হত্যা করে।

যে, কারণে হত্যাকান্ড : প্রাথমিক জিজ্ঞাসা বাদে স্ত্রীকে হত্যার কথা অপকটে স্বিকার করে ঘাতক শাহ শাহীন আলম জানায়, বিয়ের পর থেকে তাদের স্বামী স্ত্রীর মধ্য বনাবনি ছিলনা ।তার স্ত্রীর রান্নাবান্না ছিল নিম্নমানের।স্ত্রীকে বলার পরও কোন কথা সে কানে তুলতো না। এতে করে সে ক্ষুব্ধ হয় এবং মনে মনে তাকে মেরে ফেরার পরিকল্পনা করে । তারই ধারাবাহিকতায় সে, মঙ্গলবার বিকালে স্ত্রীকে কোকাকোলার মধ্য ৮/৯টি গুমের ট্যাবলেট গুলিয়ে খাওয়ায়। পরে তার শরীরে ঘুমের ইনজেকশন পুশ করে। পরে তার হাত পা বেঁধে গলা কেঁটে হত্যা করে। এসময় সে ঘটনাস্থলেই ৩/৪টি সিগারেট পান করে। পরে দরজায় তালা দিয়ে বেড়িয়ে যায়।

পুলিশ গতকাল সকালে স্ত্রী হত্যা ঘটনায় পলাতক শাহীন আলমকে শহর থেকে আটক করে ।এ বিষয়ে বুধবার নিহতের মা আছুবা বেওয়া শাজাহানপুর থানায় একটি হত্যা মামলা করেন।

এ বিষয়ে গতাকাল দুপুরে সংক্ষিপ্ত এক প্রেস ব্রিফিং কালে বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বিপিএম (বার) জানিয়েছেন, আমরা প্রাথমিকভাবে ধারণা করছি পারিবারিক কলহের জেরে নূরজাহান বেগমকে হত্যা করা হয়েছে। তদন্তে পুরো ঘটনা জানা যাবে। শাহীন আলমকে রিমান্ডের আবেদন জানানো হবে । পরে নিশ্চিত হওয়া যাবে হত্যাকান্ডে নেপথ্যে কোন কারন ছিল ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়