শিরোনাম
◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০১৯, ০১:৫৬ রাত
আপডেট : ০৫ সেপ্টেম্বর, ২০১৯, ০১:৫৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীর থ্রি স্টার রেস্টুরেন্টকে ৭০ হাজার টাকা জরিমানা

মো. আখতারুজ্জামান : জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয় অভিযান পরিচালনা করে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী প্রক্রিয়াকরণের দায়ে রাজধানীর মগবাজারের থ্রি স্টার রেস্টুরেন্টকে এ জরিমানা করে।

বুধবার এ অভিযানে সার্বিক তদারকি করেন ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার। অভিযানটি পরিচলানা করেন একই কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবদুল জাফর মণ্ডল। হাতিরঝিল থানা পুলিশ অভিযানে সার্বিক সহযোগিতা করে।

থ্রি স্টার রেস্টুরেন্ট বাসি শিককাবাব, গ্রিল বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করে রেখেছিলো। কর্মচারীরা অস্বাস্থ্যকর অবস্থানে খাবার রান্না করেন। যা ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের পরিপন্থি। এজন্য প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়। একইসঙ্গে মুচলেকা নেয়া হয়, যেন আগামীতে এমন কর্মকাণ্ড না করেন।

একই এলাকার লক্ষ্ণীপুর ফুড কর্নারে বিস্কিট, পাউরুটি ও কেকের প্যাকেটের গায়ে লেবেল না থাকার (যেখানে পণ্যের উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ, সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য লেখা থাকে) দায়ে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

আবদুল জাফর মন্ডল জানান, ‘এ অভিযান আমরা প্রতিনিয়ত করে থাকি। এর মাধ্যমে ব্যবসায়ী এবং ভোক্তাদেরকে তাদের অধিকারের বিষয়ে সচেতন করে থাকি। যেসব প্রতিষ্ঠানে অনিয়ম দেখি, তাদেরকে জরিমানা করার পাশাপাশি পরবর্তীতে যেন এ কাজ না করে, সে বিষয়ে লেখিত প্রতিশ্রুতি নিয়ে থাকি।’সম্পাদনা: অশোকেশ রায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়