শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর, ২০১৯, ০৪:২৯ সকাল
আপডেট : ০৪ সেপ্টেম্বর, ২০১৯, ০৪:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সারাদেশে দুদকের ছয়টি এনফোর্সমেন্ট অভিযান

জান্নাতুল পান্না: রাজধানীর মিরপুরে অবৈধ গ্যাস সংযোগসহ সারাদেশে ছয়টি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার দুদক প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক ফাতেমা সরকারের নেতৃত্বে এনফোর্সমেন্ট টিম মিরপুরে অবৈধ গ্যাস সংযোগ নেয়ার অভিযোগের সত্যতা পায়।

এদিকে ঝালকাঠি বিআরটিএ অফিসে অভিযান চালিয়ে ব্যাপক অনিয়মের প্রমাণ পেয়েছে দুদক। নানাবিধ অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে বরিশালের সহকারী পরিচালক মো. হাফিজুর রহমান এ অভিযান পরিচালনা করেন। অর্থের বিনিময়ে ওই অফিসে অত্যন্ত তড়িঘড়ি করে শিক্ষানবিস লাইসেন্স দেয়া হচ্ছে, এমন উদাহরণও পায় দুদক টিম। অফিসটিতে ব্যাপক অনিয়মের অভিযোগের বিষয়ে বিস্তারিত অনুসন্ধানের অনুমোদন চেয়ে কমিশনের প্রতিবেদন উপস্থাপন করবে দুদক টিম।

এদিকে মিটারে প্রদর্শিত বিলের চেয়ে অতিরিক্ত বিল প্রদান করে গ্রাহক হয়রানির অভিযোগে টাঙ্গাইল জেলার ভুয়াপুর উপজেলার বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডে (বিপিডিবি) অভিযান পরিচালনা করেছে দুদক। দুদক টিমের সুপারিশের প্রেক্ষিতে টাঙ্গাইলের ভুয়াপুরের বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী অবিলম্বে তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নিশ্চয়তা দেন। এছাড়াও স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে অবৈধভাবে জলমহাল দখল, পাসপোর্ট দিতে ঘুষ দাবি ও গ্রাহক হয়রানি এবং ভুয়া রেকর্ডপত্র তৈরি ও দলিল রেজিস্ট্রি করে ঘুষ দাবির অভিযোগে যথাক্রমে হবিগঞ্জ সমন্বিত জেলা কার্যালয় ও রংপুর সমন্বিত জেলা কার্যালয় থেকে অন্য তিনটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়।

সম্পাদনা: অশোকেশ রায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়