শিরোনাম
◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন

প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর, ২০১৯, ০৩:৫৫ রাত
আপডেট : ০৪ সেপ্টেম্বর, ২০১৯, ০৩:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নৌকার আদলে হবে এফবিসিসিআই’র আইকন ভবন, নকশাও চূড়ান্ত

রেজা মাহমুদ: চোখ ধাঁধানো বর্নিল কংক্রিটের স্থাপত্যের মধ্যে সবুজের মিশ্রন। যেমনটা অত্যাধুনিক শহরে চোঁখে পড়ে। বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি তথা ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স (এফবিসিসিআই) নৌকার আদলে এমন এক নিজস্ব ভবনের নকশা চূড়ান্ত করেছে।

রাজধানীর অদূরে পূর্বাচলেই নির্মিত হতে পারে ৫০ তলা বিশিষ্ট এই ভবনটি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই ভবনের সম্মুখভাগের নকশা চূড়ান্ত করেছে।

সংশ্লিষ্টরা মনে করেন, এফবিসিসিআইয়ের এই আইকন ভবন হতে যাচ্ছে দেশের উন্নয়নের দৃশ্যমানতার আইকন।

দায়িত্বশীল সূত্র জানায়, প্রধানমন্ত্রীর কাছে দুইটি নকশা তুলে ধরা হয়। তার মধ্যে একটি নকশা চূড়ান্ত করেন তিনি। রাজধানীর পূর্বাচলে ভবনটি তোলা হবে বলেই প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেয়া হয়। তবে জমি হস্তান্তর প্রক্রিয়ার কিছু কাজ এখনও বাকি রয়েছে। সব কিছু শেষ হলে নকশা অনুমোদনের জন্য পাঠানো হবে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) কাছে।

ভবনের নকশার বিষয়ে এফবিসিসিআই সহসভাপতি মুনতাকিম আশরাফ বলেন, সিটি করপোরেশন ও রাজউকের ইনস্টলমেন্ট শেষ করে নকশার জন্য রাজউক থেকে অনুমোদন নেওয়া হবে। আমাদের কনসেপ্ট হচ্ছে একটি আইকনিক ভবন তৈরি করা। আর এই নকশা অনুযায়ীই আমরা ভবনটি এমনভাবেই তৈরি করতে চাই।

নকশায় দেখা যায় চার লেনের রাস্তার পাশে ভবনটি নির্মাণ করা হবে। সামনের দিকে পড়বে সবুজাভ ছায়া যা তৈরি করবে ভবনের সবুজ ঘাস। এরপর সড়কের অন্য পাশ থেকে কয়েক গজ দূরে স্বচ্ছ জলাধারে জলের ওপর ধরা পড়বে ভবনটির প্রতিবিম্ব। কৃত্রিম ঝরনাধারা ও রঙ-আলো ছড়াবে। প্রকৃতির রঙ সঙ্গে সাদৃশ্য রেখে আকাশি রঙের ব্যবহার বেশি থাকবে। সোজা করে রাখা একটি নৌকার আদলে তৈরি হবে পুরো ভবনটি। ভবনটির নকশা তৈরির দায়িত্ব পেয়েছে বেসরকারি স্থাপত্য ফার্ম সাসটেনটিভো ডিজাইন কনসালন্ট্যান্টস

  • সর্বশেষ
  • জনপ্রিয়