শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর, ২০১৯, ০৩:০৩ রাত
আপডেট : ০৪ সেপ্টেম্বর, ২০১৯, ০৩:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রংপুর-৩ উপ-নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ বৃহস্পতিবার

শাহানুজ্জামান টিটু : যেকোনো নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত বাস্তবায়ন করতে শুরু করেছে বিএনপি। এরই অংশ হিসেবে বগুড়ার পর এবার রংপুর-৩ আসনের উপ-নির্বাচনে অংশ নিচ্ছে। উপনির্বাচনে অংশ নেবে এ বিষয়টি আগেই জানিয়েছিলো দলটি।

গত বছরের ৩০ ডিসেম্বর জাতীয় নির্বাচনে ভরাডুবির পর বর্তমান সরকারের সময়ে আর কোনো নির্বাচনে অংশ না নেয়ার সিদ্ধান্ত নেয় বিএনপি। এই সিদ্ধান্তের ফলে উপজেলা পরিষদের নির্বাচন বয়কট করে। এর ফলে স্থানীয় সরকারের কোনো স্থানেই বিএনপির নির্বাচিত কোনো প্রতিনিধি নেই। এই সিদ্ধান্ত যে ভুল ছিলো তা বুঝতে পেরেই দলের সিদ্ধান্তে পরিবর্তন এনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচনে অংশ না নেয়ার সিদ্ধান্ত ভুল ছিলো। ভবিষ্যতে সব নির্বাচনে তার দল অংশ নেবে।

জাতীয় পাটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে শূন্য হওয়া রংপুর-৩ আসনের উপনির্বাচনে তারা অংশ নেবে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বিষয়টি নিশ্চিত করে এ নির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রার্থীদের দলীয় ফরম বিতরণ, জমা দেওয়া ও মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকারের সময়সূচি জানিয়েছেন। তিনি জানান, রংপুর-৩ আসনের উপ-নির্বাচনে ফরম বিতরণ করা হবে আগামী বৃহস্পতিবার।

বিএনপি কেন্দ্রীয় কার্যালয় থেকেই দলীয় মনোনয়ন আবেদন ফরম বিতরণ হবে। পরদিন শুক্রবার এ ফরম জমা নেয়া হবে। আর আগামী শনিবার বিকেল পাঁচটায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলীয় মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশনের ঘোষণা অনুসারে, এ আসনে আগামী ৫ অক্টোবর উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৯ সেপ্টেম্বর, বাছাই ১১ সেপ্টেম্বর। আর প্রার্থিতা প্রত্যাহার ১৬ সেপ্টেম্বর। নির্বাচন হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএমে)।

সম্পাদনা: অশোকেশ রায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়