শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর, ২০১৯, ০২:২৩ রাত
আপডেট : ০৪ সেপ্টেম্বর, ২০১৯, ০২:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বরিশালে ছয়মাসে ৬৩০ নারী ও শিশু ধর্ষণ, হত্যা-৩৭

খোকন আহম্মেদ হীরা, বরিশাল : ‘যৌন আক্রমণ আর নয়’ শ্লোগানকে সামনে রেখে নগরীতে নারী ও শিশুর প্রতি একের পর এক যৌণ সহিংসতা ও হত্যার প্রতিবাদে মঙ্গলবার বেলা এগারোটায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে ধর্ষণ ও পরবর্তী হত্যা, যৌণ অত্যাচারসহ সকল সহিংসতার বিরুদ্ধে নারীপক্ষ ও জেলা মহিলা কল্যাণ সংস্থার আয়োজনে ঘন্টাব্যাপী মানবন্ধন চলাকালীন সময় অনুষ্ঠিত সমাবেশে বক্তারা নারীকে যথার্থ সম্মান প্রদানসহ দ্রুততার সাথে সকল অপরাধীদের উপযুক্ত শাস্তির মাধ্যমে বিচার কার্যক্রম সম্পন্নে দাবী করেছেন।

বরিশাল সিটি কর্পোরেশনের সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর কোহিনুর বেগমের সভাপতিত্বে ও তারুণ্যের কন্ঠস্বর প্লাটফর্ম জেলা সমন্বয়ক সোহানুর রহমানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন-মহিলা পরিষদের জেলা শাখার যুগ্ম সম্পাদক প্রতিমা সরকার, এসইউভিও’র নির্বাহী পরিচালক হাসিনা বেগম নীলা, বিএসডিপির প্রতিনিধি জাহিদুল ইসলাম প্রমুখ।

বক্তারা বিগত ছয় মাসে নারী ও শিশু নির্যাতনের পরিসংখ্যান তুলে ধরে বলেন, ‘গত ছয় মাসে সারাদেশে ৬৩০ জন নারী ধর্ষণের শিকার হয়েছে। যারমধ্যে গণধর্ষণের শিকার হয়েছে ১৫৩ জন। ধর্ষণের পর হত্যা করা হয়েছে ৩৭ জন এবং ধর্ষণের শিকার হয়ে আত্মহত্যা করেছেন সাত নারী। ১০৫ জন নারীর ওপর ধর্ষণের চেষ্টা করা হয়েছে। যারমধ্যে একজন আত্মহত্যা করেছে এবং একজনকে হত্যা করা হয়েছে। যৌণ হয়রানির শিকার হয়েছে ১২৭ জন। যাদেরমধ্যে আটজন আত্মহত্যা করেছেন। ধর্ষণের প্রতিবাদ করায় খুন হয়েছে তিন জন নারী ও দুইজন পুরুষ।

বক্তারা বলেন, নারী ও শিশুর ওপর সহিংসতা নতুন কোন বিষয় নয়। এর মোকাবেলায় সরকারী-বেসরকারী নানা উদ্যোগও চলমান রয়েছে। তবে নারীর প্রতি হিংসতা দমনে রাষ্ট্র এতোটাই ব্যর্থ যে সহিংসতা এখন মহামারী আকার ধারণ করেছে। শিশু থেকে বৃদ্ধ সকল বয়সের নারী যৌণ সহিংসতা ও ধর্ষণের শিকার হচ্ছে। ছেলে শিশুরাও বলাৎকার থেকে রেহাই পাচ্ছেনা।

বক্তারা হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়ন, দ্রুত বিচার নিশ্চিতকরণ এবং জাতীয় পর্যায়ে কমিটি গঠণের মাধ্যমে নারীর প্রতি সহিংসতা, যৌন নির্যাতন ও ধর্ষণ সংক্রান্ত সকল আইন বাস্তবায়নের অগ্রগতি ও প্রতিবন্ধকতা নিয়মিত পরিবীক্ষণ ও যথাযথ নির্দেশ দিতে সরকারের প্রতি জোর আহবান করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়