শিরোনাম
◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী 

প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর, ২০১৯, ০২:০৪ রাত
আপডেট : ০৪ সেপ্টেম্বর, ২০১৯, ০২:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আফগান স্পিনারদের হুমকি মানছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : মঙ্গলবার পড়ন্ত বিকালে কোচ ডোমিঙ্গকে সঙ্গে নিয়ে চট্টগ্রাম জহুর আহমেদ স্টেডিয়ামে উইকেট দেখতে গেলেন সাকিব আল হাসান। এরপর অনুশীলন পর্ব শেষ করে আরো একববার উইকেট দেখলেন। পড়ন্ত বিকালে দুই কিউরেটরকে নিয়ে সাকিব-ডমিঙ্গো এমনভাবে উইকেট দেখতে থাকলেন, মনে হলো রান্না প্রায় শেষ, একটু চেখে দেখা যাক।

চাহিদা অনুযায়ী জহুর আহমেদের কিউরেটাররা উইকেট তৈরি করতে পেরেছেন কি না, সেটি পরশু থেকেই বোঝা যাবে। তবে এই মাঠের কিউরেটররা সাধারণত হতাশ করেন না সাকিবদের। চাহিদা অনুযায়ী উইকেটই পেয়ে থাকেন তারা। কিন্তু এবারও যে আফগানিস্তানের বিপক্ষে যে পুরোনো সূত্র ধরে এগোতে চাইছে বাংলাদেশ সেটি হিতে-বিপরীত হবে না তো?

বাংলাদেশ যদি স্পিন দিয়ে আফগান ব্যাটসম্যানদের গুঁড়িয়ে দিতে চান, রশিদ-কায়েস-জহিরও নিশ্চয়ই বসে থাকবেন না। আফগান স্পিনারদের ত‚ণেও কম অস্ত্র নেই! বিসিবি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেই কঠিন বার্তা তারা দিয়ে রেখেছেন। বাংলাদেশ কোচ রাসেল ডমিঙ্গো মানেন, রশিদরা ভয়ংকর হয়ে উঠতে পারে তাদের বিপক্ষে, ‘তারা আমাদের জন্য হুমকি হবে। জানি সীমিত ওভারের ক্রিকেটে তাদের বোলিং আক্রমণ কতটা ভয়ংকর। তবে এটা কিন্তু ভিন্ন সংস্করণ। তবে আগামী কদিন তারা অবশ্যই হুমকির কারণ হবে।

রশিদ খান বড় তারকা বলে তাকে না হয় আগ থেকেই চেনা আছে। কিন্তু জহির খানের মতো তরুণ ‘চায়নাম্যান’ যে হুমকি হবেন, সেটি তো প্রস্তুতি ম্যাচে দেখাই গেল। ২৪ রানে ৫ উইকেট পেয়েছেন এই চায়নাম্যান। তুলনাম‚লক কম চেনা এই বোলারকে বাংলাদেশ কীভাবে সামলাবে? বাংলাদেশ কোচ বলছেন, বিপিএল-অভিজ্ঞতা কাজে দেবে তাদের, ‘ওদের কিছু ফুটেজ দেখেছি। আমাদের ছেলেরা ওদের সঙ্গে খেলেছে। দিন শেষে প্রস্তুতি ম্যাচ থেকে আপনি খুব বেশি বুঝতে পারবেন না। এটা একেবারে ভিন্ন সংস্করণের ম্যাচ। ওর জন্য শুভ কামনা। আমরা ভালোভাবে তৈরি হয়েছি। ওর বিপক্ষে যারা আমাদের খেলেছে, তারা অভিজ্ঞতা ভাগাভাগি করে নিচ্ছে। তাকে সামলানোর সামর্থ্য আমাদের আছে।

শুধু রশিদ-জহির নয়, চট্টগ্রাম টেস্ট জিততে হলে বাংলাদেশকে খুব ভালোভাবে সামলাতে হবে আফগানিস্তানের পুরো বোলিং আক্রমণকেই। রাসেল ডমিঙ্গোর আত্মবিশ্বাসী, সেটা তারা পারবেন।-প্রথমআলো অনলাইন

  • সর্বশেষ
  • জনপ্রিয়