শিরোনাম
◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর, ২০১৯, ০১:৩৩ রাত
আপডেট : ০৪ সেপ্টেম্বর, ২০১৯, ০১:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিশুদের ভোটে পোপ পুরস্কার পেলেন মেসি

স্পোর্টস ডেস্ক : প্রতি বছর পুরস্কার পাওয়া যেনো লিওনেল মেসির জন্য কিছুই না। আর্জেন্টাইন এই দলপতি ক্যারিয়ারে কতশত পুরস্কার পেয়েছেন তার কোনো হিসেব নেই। পাঁচবারের ব্যালন ডি অর জয়ী বার্সার প্রাণভোমরা মেসি এবার পেলেন বিশেষ এক পুরস্কার। আর এই পুরস্কারের জন্য শিশুরা ভোট দিয়ে মেসিকে মনোনীত করেছে।

পোপ ফ্রান্সিস ফাউন্ডেশনের পুরস্কার পেয়েছেন মেসি। ২০১৯ ব্যালন এদুকাতিভো দে স্কলাস পুরস্কার তুলে দেন পোপ ফ্রান্সিসের স্কলাস অকুরেন্তেস ফাউন্ডেশনের ওয়ার্ল্ড ডিরেক্টর হোসে মারিয়া দেল কোরাল। এ সময় মেসির সঙ্গে ছিলেন বার্সার ভাইস প্রেসিডেন্ট জর্দি কারদোনার।

স্কলাস নেটওয়ার্কের অধীনে থাকা হাজার হাজার শিশু মেসিকে বিজয়ী করতে ভোট দিয়েছে। বলা যায়, এ পুরস্কারটি জিততে শিশুদের মন জয় করতে হয়েছে আর্জেন্টাইন তারকাকে। তার হাতে যে পুরস্কারটি তুলে দেয়া হয় সেটি শিশুরাই হাতে বানিয়েছে। মোজাম্বিকের চিকোমো গোষ্ঠীর শিশুরা ট্রফিটি বানিয়েছে বলে জানা যায়।

ব্রাজিলে বসা কোপা আমেরিকার সবশেষ আসরে মেসির নেতৃত্বে খেলতে নামা আর্জেন্টিনা সেমি ফাইনালে উঠেছিলো। সেমিতে স্বাগতিক ব্রাজিলের বিপক্ষে হেরে বিদায় নেয়া মেসির দল তৃতীয় হয়েছিলো। সেই আসরের সময় মেসিকে অন্যান্য প্রতিযোগিদের চেয়ে অনেক বেশি ভোট দিয়েছে শিশুরা। মেসি পেয়েছেন সর্বোচ্চ ৩৪.৩৮ শতাংশ ভোট।

ফাউন্ডেশনটির ৫ লাখ প্রতিষ্ঠান আছে ১৯০টি দেশে। স্কলাসের সঙ্গে এক হয়ে কাতালান স্কুলগুলোতে কাজ করে বার্সা ফাউন্ডেশন। সূত্র : সারা বাংলা

  • সর্বশেষ
  • জনপ্রিয়