শিরোনাম
◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু

প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০১৯, ০৯:০৭ সকাল
আপডেট : ০৩ সেপ্টেম্বর, ২০১৯, ০৯:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অমিতাভকে নিয়ে জাদুকরি থ্রিডি চিত্রকর্ম

মুসফিরাহ হাবীব : ভিডিওর শুরুতে মনে হবে কেউ একজন বসে বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চনের ছবি আঁকছেন। কিন্তু ভিডিওর দুই সেকেন্ডের মাথায়ই ভাঙবে ভুল। বিখ্যাত চিত্রশিল্পী আকবর মোমিন এ সময়ে ঢুকবেন কক্ষে। তখনই বোঝা যাবে, এতক্ষণ যাকে ‘মানুষ’ বলে মনে হয়েছে সেটি আসলে একটি চিত্রকর্ম। বিস্ময়কর ভিডিওটির চমকের শুরু এখানেই। শেষে মোমিন দেখাবেন কি করে তৈরি করা হল সেই চিত্রকর্মটি।

`ইন্ডিয়া টুডে’ জানিয়েছে, সম্প্রতি চিত্রকর্মটির ভিডিও ইন্টারনেটে ব্যাপক সাড়া ফেলেছে। টুইটারে শেয়ার হওয়া ভিডিওতে দেখা যায়, আকবর মোমিন দুই সেকেন্ডের মাথায় ঘরে ঢুকছেন। এরপর তিনি হুবহু তার মতো দেখতে একটি চিত্রকর্মের সামনে যান। চিত্রকর্মের ওই ব্যক্তির হাতে থাকা তুলিরই সামনে দেয়ালে ঝুলানো ছিল অমিতাভের চিত্রকর্ম। যা দেখে মনে হবে ওই ব্যক্তিই ছবিটি আঁকছেন।

মোমিনের গায়ে ছিল চিত্রকর্মে থাকা ব্যক্তির মতো একই পোশাক। দর্শকের তখন আর বুঝতে বাকি থাকে না যে এটি তারই প্রতিচ্ছবি। তবে বিস্মিত হওয়ার তখনো ঢের বাকি। মোমিন তখন হেঁটে চিত্রকর্মটির সামনে যান এবং চিত্রকর্মটির হাত থেকে বাড়তি ব্রাশ নিয়ে নেন। চিত্রকর্মটির পাশে রাখা বাড়তি এক জোড়া স্যান্ডেলও নেন তিনি।

এরপর চিত্রকর্মটির পাশ থেকে একটি টুল নিয়ে বসে পড়েন তার মুখোমুখি। দেয়ালে রাখা অমিতাভের আরেকটি চিত্রকর্ম থেকে একটি নিয়ে তার গায়ে তুলির আঁচড় দিতে থাকেন। ভিডিওটি মুগ্ধ করার মতই। এ রকমই দারুণ থ্রিডি চিত্রশিল্প করে দেখিয়েছেন প্রখ্যাত এ চিত্রশিল্পী। সম্পাদনা : মুসবা / মহসীন

  • সর্বশেষ
  • জনপ্রিয়