শিরোনাম
◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা দ্রুত আরোপ করুন: জাতিসংঘ বিশেষজ্ঞ ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত ◈ বাংলাদেশে পূর্ণাঙ্গ ও মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র: ম্যাথিউ মিলার

প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০১৯, ০২:০৮ রাত
আপডেট : ০৩ সেপ্টেম্বর, ২০১৯, ০২:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভাড়া চাওয়ায় বাস হেলপারকে পেটালো ছাত্রলীগ

ইসমাঈল হুসাইন ইমু : রাজধানীর দারুস সালাম থানাধীন বাংলা কলেজের সামনে বাস ভাড়াকে কেন্দ্র করে ক্যান্টনমেন্ট বাস সার্ভিসের মাসুম (২২) নামের এক শ্রমিককে পিটিয়ে আহত করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। রোববার বিকেলের এ ঘটনা ঘটে। আহত মাসুদ ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

বাস মালিকের ছেলে নয়ন জানান, হেমায়েতপুর থেকে বাংলা কলেজের দুই ছাত্র আর এক মহিলা শিশুসহ বাসে উঠেন। বাসের হেলপার মাসুম তাদের কাছে ভাড়া চাইতে গেলে স্টুডেন্ট বলে পরিচয় দেন। এসময় মাসুম তাদের বলেন, আপনারা ছাত্র বললে আমি কাটিয়ে নিতাম ওয়ে বিলে স্বাক্ষর হওয়ার পর ভাড়া না দিলে তার পকেট থেকে দিতে হবে। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ওই দুই ছাত্র ভাড়া দেন। পরে বাসটি বাংলা কলেজের সামনে পৌঁছলে ১৫/২০ জন ছাত্র বাস থামিয়ে মাসুমকে বেধড়ক মারপিট করতে থাকে। এসময় অন্য যাত্রীরা হতবাক হন। যাত্রীরা জানান, ভাড়াতো দিয়ে দিয়েছে ওই দুই ছাত্র। আবার হেলপারকে মারধরও করলো। হেলপার নমনীয়ভাবেই তাদের কাছে ভাড়া চেয়েছিল।

বাস মালিক নাসির জানান, তাদের শ্রমিকদের নির্দেশনা দেয়া আছে ছাত্রদের কাছ থেকে অর্ধেক ভাড়া নিতে। কিন্তু ভাড়া না দিয়ে বাসে চড়া যাবে না। এছাড়াও টাকা না থাকলে সংশ্লিষ্ট স্টপেজের স্টাফ ওয়েবিলে স্বাক্ষরের সময় জানালে কোনো সমস্যা নেই। এরপরের স্টপেজে আসলে আরেক স্টাফ যখন স্বাক্ষর করবেন তখন তাকে ওই যাত্রীর বিষয়ে জানানো হয়। ছাত্রলীগের এহেন আচরণে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরাও ছাত্র ছিলাম। এমন আচরণ কখনোই কাম্য নয়। এ বিষয়ে তিনি আইনের আশ্রয় নেবেন বলে জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়