শিরোনাম
◈ তীব্র গরমে শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি 

প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০১৯, ০৩:৫৭ রাত
আপডেট : ০২ সেপ্টেম্বর, ২০১৯, ০৩:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাসুমণির পাঠশালা আয়োজন করতে যাচ্ছে ‘বঙ্গবন্ধু ছবিমেলা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী 'মুজিববর্ষ' উদযাপন উপলক্ষে ‘বঙ্গবন্ধু ছবিমেলা’ আয়োজন করতে যাচ্ছে তারুণ্যনির্ভর সামাজিক সাংস্কৃতিক গবেষণাধর্মী প্রতিষ্ঠান হাসুমণি'র পাঠশালা।

রোববার বিকালে ধানমণ্ডি ৩২ নম্বর বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গনে সংবাদ সম্মেলনে বঙ্গবন্ধু ছবিমেলা র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শিল্পী শাহাবুদ্দিন আহমেদ জানান, আগামী বছর ২০২০ সালের জানুয়ারি-মার্চের মধ্যে 'বঙ্গবন্ধু ছবিমেলা' ঢাকায় অনুষ্ঠিত হবে। মেলায় অংশ নিতে আগামী ১৬ ডিসেম্বরের মধ্য রেজিস্ট্রেশন করতে হবে। ছবি মেলার উপপাদ্য বিষয় হিসেবে রাখা হয়েছে 'পিতার ভাবনার সোনার বাংলা'। মেলায় শিশুদের জন্য থাকবে শিশুকর্নার, যেখানে বঙ্গবন্ধুর শৈশব নিয়ে গ্রাফিক চলচ্চিত্র এবং সিরিজ চিত্রকর্ম 'খোকা যখন ছোট্ট ছিলেন' প্রদর্শন করা হবে। মেলার সাংস্কৃতিক মঞ্চে প্রতিদিন বঙ্গবন্ধুকে নিয়ে গান, কবিতা আবৃত্তি, পুঁথি পাঠ, মঞ্চ নাটক ও প্রামাণ্যচিত্র পরিবেশন করা হবে।

সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনিবাহী কমিটির সদস্য ও বঙ্গবন্ধু ছবিমেলা আহবায়ক কমিটির সদস্য সচিব মারুফা আক্তার পপি।
শাহাবুদ্দিন আহমেদ জানান, প্রস্তুতি ও প্রচারণার অংশ হিসেবে হাসুমণির পাঠশালা ঢাকাসহ আটটি বিভাগে স্ব স্ব বিভাগের নির্বাচিত শিল্পীদের নিয়ে আর্ট ক্যাম্প এবং ক্যাম্পে আঁকা চিত্রকর্ম নিয়ে প্রদর্শনীর ব্যবস্থা করা হবে।

সংবাদ সম্মেলনের আগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বঙ্গবন্ধু ছবিমেলার আহবায়ক কমিটির সদস্যরা। মশাল জ্বালিয়ে ও চিত্র এঁকে বঙ্গবন্ধু ছবিমেলার আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা শিল্পী শাহাবুদ্দিন আহমেদ।

সম্পাদনা: অশোকেশ রায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়