শিরোনাম
◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত

প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০১৯, ০২:৫৪ রাত
আপডেট : ০২ সেপ্টেম্বর, ২০১৯, ০২:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেঘনাঘাটে ৭১৮ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র নির্মাণে ভারতের রিলায়েন্স গ্রুপের সাথে চুক্তি স্বাক্ষর

ঢাকার বিদ্যুৎ ভবনে ৭১৮ মেগাওয়াট গ্যাস ভিত্তিক কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ উৎপাদন সংক্রান্ত বিষয়ে ভারতের রিলায়েন্স গ্রুপ ও বিপিডিবি‘র মধ্যে বিদ্যুৎ ক্রয় চুক্তি স্বাক্ষর হয়েছে। রোববার (১ সেপ্টেম্বর) বিকেলে এ চুক্তি স্বাক্ষরিত হয়। এসময় সঞ্চালন সংক্রান্ত বিষয় নিয়ে পিজিসিবি’র সাথে এবং গ্যাস সরবরাহ সংক্রান্ত বিষয় নিয়ে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কো: লিমিটেডের সাথেও পৃথক পৃথক চুক্তি হয়েছে।

এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বীরবিক্রম বলেন, বড় বড় প্রকল্পগুলো বাস্তবায়ন হচ্ছে। সকলকে নির্ধারিত সময়ের মধ্যেই নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দেয়া যাবে। তিনি প্রকল্প সংশ্লিষ্টদের নির্ধারিত সময়ের মধ্যে বিদ্যুৎ উৎপাদনের অনুরোধ করেন।
২২ বছর মেয়াদি এ চুক্তি অনুসারে ৩৬ মাসের ভিতর প্রকল্পটি বাণিজ্যিকভাবে উৎপাদনে আসবে। আর এলএনজির ক্ষেত্রে প্রতি ইউনিট বিদ্যুতের ম‚ল্য ৭.৩১২৩ সেন্ট ধরা হয়েছে। চুক্তিতে বিদ্যুৎ বিভাগের পক্ষে যুগ্নসচিব শেখ ফয়েজুল আমিন, পিডিবি’র পক্ষে পিডিবি’র সচিব সাইফুল ইসলাম আজাদ, পিজিসিবি’র পক্ষে কোম্পানির সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আজাদ, তিতাসের পক্ষে তিতাসের সচিব মাহমুদর রব এবং রিলায়েন্স বাংলাদেশ এলএনজি এন্ড পাওয়ার লি: এর পক্ষে কোম্পানিটির পরিচালক সমীর কুমার গুপ্ত স্বাক্ষর করেন।

পিডিবি’র চেয়ারম্যান খালেদ মাহমুদ এর সভাপতিত্বে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মাঝে ভারতের হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি সংক্রান্ত প্রধান সমন্বয়ক মো: আবুল কালাম আজাদ, বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব ড. আহমদ কায়কাউস ও জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব আবু হেনা মো: রাহমাতুল মুনিম বক্তব্য রাখেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়