শিরোনাম
◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন

প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০১৯, ০৩:২৮ রাত
আপডেট : ০২ সেপ্টেম্বর, ২০১৯, ০৩:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিবিসির সম্পাদকীয় ই-মেইলে পাঠকদের প্রশ্নের জবাব সর্বশ্রেষ্ঠ বাঙালির তকমা বঙ্গবন্ধুর জন্যেই উপযুক্ত

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বের বিচারে বিবিসির কাছে বঙ্গবন্ধুই সর্বশ্রেষ্ঠ বাঙালি। বিষয়টিকে এভাবেই মূল্যায়ন করেন বিবিসি বাংলার সম্পাদকমণ্ডলী। এই মূল্যায়ন যে তারা সাম্প্রতিক সময়ে করেছেন, এমন নয়। বরং আজ থেকে ১৫ বছর আগে ২০০৪ সালে বঙ্গবন্ধুকে নিয়ে প্রচারিত এক প্রামাণ্যচিত্রের শিরোনাম ছিলো ‘সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি।’

বঙ্গবন্ধুর এমন মূল্যায়ন নিয়ে নিজেদের কৌতূহল প্রকাশ করে ই-মেইল করেন চার যুবক তিয়াশ, আতিক, বাপ্পি ও মিজান। তারা সবাই বিসিএসের মৌখিক পরীক্ষায় অংশ নেয়ার অপেক্ষা করছেন।

তারা প্রশ্ন করেন, ‘বঙ্গবন্ধুকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বলা হয় কেন? অনাগত ভবিষ্যতে কি তার চেয়ে শ্রেষ্ঠ নেতা আসতে পারেন না? এর যুক্তিসঙ্গত উত্তর কোথাও পাওয়া যায় না। তাই এই অভিধার স্রষ্টা বিবিসি নিউজ বাংলার কাছেই প্রশ্নের ব্যাখ্যা কামনা করছি।’

জবাবে সম্পাদক বলেন, ‘শেখ মুজিবের চেয়ে বড় মাপের বাঙালি নেতা ভবিষ্যতে হবেন কি না, সে প্রশ্নের জবাব আমার পক্ষে দেয়া সম্ভব নয় তিয়াশ, আতিক, বাপ্পি এবং মিজান। উত্তরের জন্য আপনাদের হয়তো আরো ৫০ বা ১০০ বছর অপেক্ষা করতে হবে। আমাদের অনুষ্ঠানের নাম আমরা 'সর্বকালের সর্বশ্রেষ্ঠ' দিয়েছিলাম, যেন শ্রোতারা ইতিহাসের যেকোনো অধ্যায় থেকে ব্যক্তিত্বকে মনোনয়ন করতে পারেন। এবং তাদের সিদ্ধান্তমতে, এখনো পর্যন্ত শেখ মুজিব হচ্ছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি। ভবিষ্যতে কী হবে, সেটাতো ভবিষ্যতের ব্যাপার। আপনাদের ধন্যবাদ।’

সম্পাদনা: অশোকেশ রায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়