শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ০১ সেপ্টেম্বর, ২০১৯, ১০:১৮ দুপুর
আপডেট : ০১ সেপ্টেম্বর, ২০১৯, ১০:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নজরুলময় ছায়ানট

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম মানবতা, সাম্য, প্রেম ও দ্রোহের কথা বলেছিলেন কবিতা ও গানে। জাগতিক সব বিষয়ের বাইরে ইসলামি দর্শন ও তার ভেতরের সত্তাকে নাড়া দিয়েছিল দারুণভাবে। বাঙালির আত্মপরিচয়ের মূলে নজরুলের অসামান্য সৃষ্টিকর্ম। গানে ও কবিতায় সেই বিষয়গুলোকেই তুলে ধরেছে ছায়ানট।

সম্মেলক, একক গান ও কবিতা দিয়ে সাজানো হয় এই আয়োজন। গানের সুরে ও কবিতার দীপ্ত উচ্চারণে জাতীয় কবিকে মূর্ত করে তুলেছিলেন শিল্পীরা।

কবির ৪৩তম মৃত্যুবার্ষিকী পালনে শনিবার সন্ধ্যায় ধানমন্ডির ছায়ানট মিলনায়তনে এভাবেই কবিকে স্মরণ করলো দেশের শীর্ষস্থানীয় এই সাংস্কৃতিক প্রতিষ্ঠানটি।

ছায়ানটের শিল্পীদের সম্মেলক কণ্ঠে ‘জাগো অমৃত-পিয়াসি-চিত’ গানটির মধ্য দিয়ে শুরু হয় সান্ধ্য এই আসর।

অনুষ্ঠানে শিল্পীরা সম্মেলক কণ্ঠে আরো পরিবেশন করেন ‘এসেছি তব দ্বারে, বেদনার সিন্ধু মন্থন শেষ, ‘নীরন্ধ্র মেঘে মেঘে’ ইত্যাদি গান ।

এরপর একক গান পরিবেশন করেন মৌমিতা সরকার মুমু। তিনি গেয়ে শোনান নজরুলের ‘হে প্রিয় আমারে দেব না ভুলিতে’। একক কণ্ঠে শুক্লা পাল সেতুর কণ্ঠে গীত হয় ‘বল্ রে জবা বল’, কানিজ হুসনা আহম্মাদী গেয়ে শোনান ‘কোন কাননের ফুল গো তুমি’, অর্পিতা চক্রবর্তী পরিবেশন করেন ‘ওগো অন্তর্যামী ভক্তের তব’, অভিজিৎ কুণ্ডুর কন্ঠে গীত হয় ‘মোর প্রথম মনের মুকুল’, তমা সরকর গেয়ে শোনান ‘ঘুমিয়ে গেছে শ্রান্ত হয়ে’, পপি আক্তার পরিবেশন করেন ‘পরাণ-প্রিয় কেন এলে অবেলায়’, সুস্মিতা দেবনাথ শুচির কন্ঠে গীত হয় ‘মনে পড়ে আজ’, শেখর মণ্ডল শোনান ‘মেঘে মেঘে অন্ধ অসীম’, সুদীপ্ত শুভ পরিবেশন করেন ‘সাঁঝের পাখিরা ফিরিল’ , সুস্মিতা দাস শোনান ‘তোমার বীণার মূর্ছনাতে। আসরে নজরুলের কবিতার একক আবৃত্তি করেন জাহিদ রেজা নূর ও কৃষ্টি হেফাজ।
জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। সম্পাদনা: অশোকেশ রায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়