শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ০১ সেপ্টেম্বর, ২০১৯, ০৭:২২ সকাল
আপডেট : ০১ সেপ্টেম্বর, ২০১৯, ০৭:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্থানীয় সরকার মন্ত্রী যাওয়ার পথে বোমা নিক্ষেপ, প্রটোকল কর্মকর্তাসহ দুই পুলিশ সদস্য আহত

শনিবার রাত সোয়া ৯টার দিকে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড় এলাকায় স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের যাওয়ার পথে দুর্বৃত্তরা হাত বোমা নিক্ষেপ করে। এতে মন্ত্রীর প্রটোকলে নিয়োজিত পুলিশের এএসআই শাহাবুদ্দিন (৩৫) এবং ওই এলাকায় কর্তব্যরত ট্রাফিক কনস্টেবল আমিনুল (৪০) আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বোমা বিস্ফোরণের পর আতঙ্কে আশপাশের লোকজন দিকব্দিক  ছুটোছুটি শুরু করে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে। ঘটনাস্থল কর্ডন করে রাখে। বন্ধ করে দেয়া হয় যান চলাচল। ঘটনাস্থলে কাজ শুরু করেন বোম্ব ডিস্পোজাল ইউনিট ও সিটিটিসির সদস্যরা।

পুলিশ জানায়, আহত শাহাবুদ্দিন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের প্রটোকলের দায়িত্বে ছিলেন। ঘটনার কিছুক্ষণ আগে মন্ত্রীর গাড়িবহর ঘটনাস্থলের সামনেই ছিলো। ওই সময় শাহাবুদ্দিন প্রটেকশনের গাড়ি থেকে নেমে ট্রাফিক পুলিশের সঙ্গে যানজট নিরসনে কাজ করছিলেন। তখনই বোমাটির বিস্ফোরণ ঘটে।
ঢামেক হাসপাতাল সূত্র জানায়, আমিনুল হাতের আঙুলে ও শাহবুদ্দীন পায়ে আঘাত পেয়েছেন। রাতে শাহাবুদ্দিনের পা থেকে বোমার স্প্লিন্টার অপসারণ করা হয়েছে।

ঘটনার পর ট্রাফিক পুলিশের সহকারী কমিশনার শাহেদুজ্জামান জানান, যানজট দেখে মন্ত্রীর প্রটেকশনের দায়িত্বে থাকা শাহাবুদ্দিন গাড়ি থেকে নেমে কর্তব্যরত ট্রাফিক কনস্টেবল আমিনুলের কাছে এসে ট্রাফিক নিয়ন্ত্রণে সহায়তা করছিলেন। ওই সময় একটি বোমা তাদের খুব কাছে বিস্ফোরিত হলে ওই দুইজন আহত হন। আহত এএসআই শাহাবুদ্দিন জানান, সম্ভবত ফুটওভারব্রীজের ওপর থেকে হাত বোমাটি নিক্ষেপ করা হয়েছে।

মন্ত্রী তাজুল ইসলাম জানান, ওই সময় তিনি একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন। সায়েন্স ল্যাবরেটরি মোড়ে যানজট দেখে তার প্রটেকশনের দায়িত্বে থাকা শাহাবুদ্দিন গাড়ি থেকে নেমে কনস্টেবল আমিনুলকে রাস্তা ছেড়ে দিতে অনুরোধ করেন। এ সময় হঠাৎ তাদের কাছে বিকট শব্দে বিস্ফোরণ হয়।

ঘটনাস্থলে উপস্থিত পুলিশের কর্মকর্তরা জানান, বিস্ফোরিত বোমাটি আইইডি বা হাতে বানানো শক্তিশালী বোমা। পুলিশ এ বিস্ফোরণের ঘটনায় জঙ্গি সংশ্লিষ্টতা নিশ্চিত না করলেও বলেছেন অতীতে যারা বোমা হামলা করে, হয়তো এটা তাদেরই কাজ।

এদিকে বিস্ফোরণের পর ঘটনাস্থল পরিদর্শন করেন আইজিপি মো: জাবেদ পাটোয়ারি ও ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। এ সময় ডিএমপি কমিশনার সাংবাদিকদের বলেন, হামলার মূল টার্গেট ছিলো পুলিশ বক্স। ট্রাফিক বক্সে থাকা পুলিশ সদস্যদের লক্ষ্য করেই ককটেল নিক্ষেপ করা হয়েছিলো। দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি, জনগণের মধ্যে ভীতি সঞ্চার ও পুলিশের মনোবল ভেঙে দেয়ার জন্য এই হামলা হতে পারে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। তদন্তের পর বলা যাবে কী উদ্দেশে, কেন এ হামলা চালানো হয়েছিলো। সম্পাদনা : আবদুল অদুদ ও আসিফুজ্জামান পৃথিল

  • সর্বশেষ
  • জনপ্রিয়