শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ০১ সেপ্টেম্বর, ২০১৯, ০৭:১২ সকাল
আপডেট : ০১ সেপ্টেম্বর, ২০১৯, ০৭:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাগরিক টিভিতে আজ থেকে শুরু হচ্ছে নতুন দুই ধারাবাহিক

আজ ১ সেপ্টেম্বর থেকে নাগরিক টিভিতে শুরু হচ্ছে নতুন দুটি ধারাবাহিক নাটক। একটি হচ্ছে ‘চিটার ডট কম’ অপরটি ‘আম্মানী’। ‘চিটার ডট কম’ দেখা যাবে প্রতি রবি, সোম এবং মঙ্গলবার রাত ৯টায়। এতে অভিনয় করেছেন, আখম হাসান, স্বাগতা, শামীম জামান, ইশানা, মুকিত জাকারিয়া, মিশু সাব্বির, জামিলসহ অনেকে। আর ‘আম্মানী’ নাটকে থাকছে প্রতি শনি, রবি, সোম ও মঙ্গলবার রাত ৯টা ৩০ মিনিটে। আদিবাসি মিজানের রচনায় ও পরিচালনায় এ নাটকে অভিনয় করেছেন মীর সাব্বির, নাদিয়া, ফারুক আহমেদ, নাবিলা ইসলাম, মাহমুদুল ইসলাম মিঠু।

রুহুল আমিন পথিকের রচনায় এবং শামীম জামানের পরিচালনায় ‘‘চিটার ডটকম’’ হলো হাস্যদ্দীপক ধারাবাহিক নাটক। কাশিপুর গ্রামের প্রায় সব লোকই চিটার! তাই এই গ্রামটি হয়ে ওঠে ‘‘চিটার ডটকম’’ নামে আখ্যায়িত। এই গ্রামে, বাস করে বিভিন্ন কিসিমের চিটার! কমরেট, সে এমন প্রকৃতির চিটার! মিথ্যা বলে মানুষের ভিতর দ্বন্দ্বের সৃষ্টি করে সে ফায়দা লোটে। তার একটি অস্থায়ী চেম্বার আছে। সে নিজেকে শহরের বড় ব্যারিষ্টার বলে পরিচয় দেয়। মানুষের ভিতর দ্বন্দ্বের সৃষ্টি করলে, ঐ মানুষেরাই তার কাছে ছুটে আসে আইনের পরামর্শ নিতে। সে আরও উল্টো পরামর্শ দেয়, যাতে দ্বন্দ্বটা আরো জোরালোভাবে লাগে এবং সে মোটা অংকের অর্থ ইনকাম করতে পারে। কমরেটের একটা সার্গিদ আছে। যার নাম কাসু। সে সবসময় মোটা আইনের বই নিয়ে তার পিছে-পিছে ঘোরে। কমরেটের ঘরে আছে তার বউ! সে বউয়ের কাছে মহা আইন বিশেষজ্ঞ বলে নিজেকে জাহির করে। পক্ষান্তরে দেখা যায়, গ্রামের ছাগল, হাঁস, মুরগীর কোন ক্ষতি হলেই প্রতিবেশিরা সেই গরু, ছাগল, হাস, মুরগী নিয়ে ছুটে আসে এই আইন বিশেষজ্ঞের বাড়িতে। টিংকু সে এই গ্রামের আরেকজন ধুর্ত প্রকৃতির চিটার! সে মানুষের কাছে এমনভাবে চাপাবাজি করে মানুষের বিশ্বাস না করে উপায় থাকেনা।

‘আম্মানী’ মানে হচ্ছে মা। পৃথবিীর সকল সন্তানদরে আশ্রয় হচ্ছে মায়রে আঁচলরে নচি।ে মজিান এবং হাববি মায়রে দুই সন্তান হলওে ছোট ছলেে হচ্ছে মায়রে! আর বড় ছলেে হচ্ছে বাবার! ছোট ছলেে যাই করুক বাবার চোখে তা ভুল হলওে মায়রে চোখে তা ঠকি আবার বড় ছলেে যাই করুক মায়রে কাছে ভুল হলওে বাবার কাছে ঠকি। মূলত দুই ভাইয়রে র্কমকান্ড নযি়ইে গড়ে ওঠে নানান রকমরে গল্প। কখনো কখনো মায়রে সার্পোট নযি়ে দুই ছলেে সুবধিা নযে় আবার কখনো কখনো বাবার সার্পোট নয়িে দুই ছলেে সুবধিা নযে়। সব দকি দযি়ে দুই ভাই এর মতামত ভন্নি হলওে টাকা র্অথ বা সম্পদ সে ক্ষত্রেে দুই ভাই আবার এক হয়ে যায়। অন্যদকিে মা-বাবার লগেে থাকে সারাক্ষণ খুনসুটি ঝগড়া, ঝামলো কারণ বাবা একটু গ্রামরে যুবতী মযে়দেরে সঙ্গে দুষ্টুমি করতে পছন্দ করনে। সে বচিার আসে আবার ছলেদেরে কাছে মায়রে কাছ।ে আম্মনী মূলত মায়রে গল্প পরবিাররে গল্প আমাদরে গল্প যখোনে একজন সহজ সরল মা কভিাবে সন্তানদরেকে সইেভ করনে এবং সন্তানরা সইে সরলতার সুযোগকে কাজে লাগযি়ে নানান ঘটনা ঘটাতে থাক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়