শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ০১ সেপ্টেম্বর, ২০১৯, ০৬:০৮ সকাল
আপডেট : ০১ সেপ্টেম্বর, ২০১৯, ০৬:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অবশেষে জুয়েলের প্রার্থিতা বৈধ ঘোষণা

অবশেষে ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে জুয়েল হাওলাদারের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছে আপিল ক‌মি‌টি। শ‌নিবার রাতে আপিল কমিটির পক্ষে শামসুজ্জামান দুদু ও ড. আসাদুজ্জামান রিপন স্বাক্ষ‌রিত এক প্রেস বিজ্ঞ‌প্তিতে বিষয়টি জানানো হয়েছে। যুগান্তর

প্রেস বিজ্ঞ‌প্তিতে জানানো হয়েছে, রিভিউ আবেদন মঞ্জুর হওয়ায় তার প্রার্থী হতে কোনো বাঁধা নেই।

এর আগে শুক্রবার রাতে ছাত্রদলের কাউন্সিলকে কেন্দ্র করে হে‌ভিওয়েট দুই প্রার্থী সভাপ‌তি পদে মামুন খান ও সাধারণ সম্পাদক পদে জুয়েল হাওলাদারের মনোনয়ন বা‌তিল করা হলে- তা নিয়ে বিতর্কের সৃ‌ষ্টি হ‌য়। কারণ তাদের আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ দেয়া হয়নি। তবে জুয়েল হাওলাদারের প্রার্থিতা ফিরে পেলেও সভাপ‌তি পদে মামুন খান তার প্রার্থিতা ‌ফিরে পাননি।

আপিল কমিটির সদস্য ড. আসাদুজ্জামান রিপন বলেন, যে সব প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করতে সংগঠনের শর্তাবলী পূরণে ব্যর্থ হয়েছে, যাচাই-বাছাই কমিটি তাদের বাদ দিয়েছেন। পরবর্তী সময়ে আপিল কমিটির কাছে যারা আবেদন করেছিলেন, সেখানেও তাদের আপিল মঞ্জুর না হওয়ায় এবং আপিল কমিটির কাছে পরবর্তিকালে রিভিউ আবেদন করেছিলেন-এমন একজন প্রার্থী ছাড়া সবার রিভিউ আবেদন পর্যালোচনায় গ্রহণযোগ্য হয়নি। সাধারণ সম্পাদক পদে মো. জুয়েল হাওলাদারের রিভিউ আবেদন মঞ্জুর হওয়ায় তার প্রার্থী হতে কোনো বাধা নেই।

এর আগে গত মঙ্গলবার ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র জমা দেয়া ৪৫ জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করে যাচাই-বাছাই ক‌মি‌টি। এর মধ্যে সভাপ‌তি পদে ১৫ জন ও সাধারণ সম্পাদক পদে রয়েছেন ৩০ জন প্রার্থী।

প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে ৫টা পর্যন্ত। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হবে ২ সেপ্টেম্বর। প্রার্থীরা প্রচার চালাতে পারবেন ৩ সেপ্টেম্বর থেকে ১২ সেপ্টেম্বর মধ্যরাত পর্যন্ত। ১৪ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোট হবে। ভোটে অংশ নেবেন সংগঠনটির সারা দেশের ১১৭টি ইউনিটের ৫৮০ জন কাউন্সিলর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়