শিরোনাম
◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েল ফসফসরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মুজিবনগর দিবস বাঙালির শৃঙ্খলমুক্তির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ৩১ আগস্ট, ২০১৯, ০১:২৭ রাত
আপডেট : ৩১ আগস্ট, ২০১৯, ০১:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে মাত্রা পরমাণু সমঝোতা অতিক্রম করেছে জানালো আইএইএ

রাশিদ রিয়াজ : আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা, আইএইএ জানিয়েছে, ইরানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা এবং সমৃদ্ধ ইউরেনিয়ামের পরিমাণ পরমাণু সমঝোতায় নির্ধারিত সীমারেখা অতিক্রম করেছে। সংস্থাটি শুক্রবার ইরানের পরমাণু সমঝোতা সম্পর্কে তার ১৬তম ত্রৈমাসিক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্র্রতিবেদনে বলা হয়েছে, পরমাণু সমঝোতায় ইরানে সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদের পরিমাণ সর্বোচ্চ ২০২ কেজি থাকার কথা থাকলেও তা বর্তমানে ২৪১ কেজিতে পৌঁছেছে। এ ছাড়া, পরমাণু সমঝোতায় ইরানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা শতকরা ৩.৬৭ ভাগ নির্ধারণ করে দেয়া হলেও ইরান বর্তমানে ৪.৫ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করছে। আইএইএ তার প্রতিবেদনে স্পষ্ট করে বলেছে, ইরান এই সংস্থাকে সার্বিক সহযোগিতা করে যাচ্ছে।
২০১৫ সালের জুলাই মাসে ছয় বিশ্বশক্তির সঙ্গে ইরান পরমাণু সমঝোতা সই করার পর থেকে আইএইএ এর আগের ১৫টি প্রতিবেদনে একথার সত্যতা নিশ্চিত করেছে যে, ইরান ওই সমঝোতা পুরোপুরি মেনে চলছে। কিন্তু সর্বশেষ প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর ইরান পাশ্চাত্যের প্রতিশ্রুতি ভঙ্গের প্রতিক্রিয়ায় এ সমঝোতায় নিজের দেয়া প্রতিশ্রুতির বাস্তবায়ন শিথিল করার কথা ঘোষণা করেছে।

ইরান গত ৮ মে পরমাণু সমঝোতা থেকে যুক্তরাষ্ট্রের একতরফাভাবে বেরিয়ে যাওয়ার এক বছর পূর্তিতে ইউরোপের প্রতিশ্রুতি ভঙ্গের প্রতিবাদে পরমাণু সমঝোতার কিছু ধারার বাস্তবায়ন স্থগিত রাখার ঘোষণা দেয়। তেহরান জানায়, পরমাণু সমঝোতারই ২৬ ও ৩৬ নম্বর ধারা মেনে ইরান এ পদক্ষেপ নিচ্ছে এবং পাশ্চাত্য তাদের প্রতিশ্রুতি পুরোপুরি বাস্তবায়ন করলে তেহরানও এ সমঝোতা বাস্তবায়নের ব্যাপারে আগের অবস্থানে ফিরে যাবে।

ইরান আনুষ্ঠানিকভাবে তার এ সিদ্ধান্তের কথা আইএইএ’কে জানিয়েছে। তেহরান হুমকি দিয়ে রেখেছে, আগামী ৬ সেপ্টেম্বরের মধ্যে ইউরোপীয়রা যদি ইরানকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে না পারে তাহলে তেহরান পরমাণু সমঝোতার আরো কিছু ধারার বাস্তবায়ন স্থগিত রাখবে। প্রেসটিভি/পার্সটুডে

  • সর্বশেষ
  • জনপ্রিয়