শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২৭ আগস্ট, ২০১৯, ০৬:০৪ সকাল
আপডেট : ২৭ আগস্ট, ২০১৯, ০৬:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাসের চালককে পেটালেন এসিল্যান্ডের গাড়ির চালক, প্রতিবাদে সড়ক  অবরোধ

নুরনবী সরকার, লালমনিরহাট : লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনারের গাড়ির চালক নিয়ামুল ইসলামের বিরুদ্ধে লোকাল বাসের চালককে মারধরের অভিযোগ উঠেছে। সোমবার সন্ধ্যায় জেলার ভোটমারী রেল গেট এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় এসিল্যান্ডের গাড়ি চালকের বিচারের দাবিতে বুড়িমারী-ঢাকা মহাসড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ শ্রমিকরা। পরে বিচারের আশ্বাস পেলে শ্রমিকরা অবরোধ তুলে নেয়। আহত বাস চালক আতাউর রহমান হাতীবান্ধা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত বাসচালক আতাউর রহমান পার্শ্ববর্তী পাটগ্রাম উপজেলার থানা পাড়া এলাকার অফুর উদ্দিনের পুত্র ।

স্থানীয় শ্রমিকরা জানান, ওই এলাকা একটি সড়ক দুর্ঘটনার কারণে যানজট সৃষ্টি হয়। এ সময় লালমনিরহাট থেকে বুড়িমারী গামী কেবি পরিবহন নামে এক লোকাল বাসের চালক আতাউর রহমান তার গাড়িটি যানজটের মধ্য দিয়ে নিয়ে আসতে চেষ্টা করেন। এ সময় কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (এসিল্যান্ড)’র গাড়িতে ধাক্কা লাগে। এতে ক্ষিপ্ত হয়ে এসিল্যান্ডের গাড়ি চালক নিয়ামুল ইসলাম কেবি পরিবহনের চালক আতাউর রহমানকে মারধর করেন। ওই সময় এসিল্যান্ড আবু সাঈদ গাড়িতে ছিলেন না। তবে গাড়িতে কয়েকজন পিয়ন ছিলেন। পরে আহত চালক আতাউর রহমানকে স্থানীয়রা উদ্ধার করে হাতীবান্ধা হাসপাতালে ভর্তি করা হয়।

হাতীবান্ধা শ্রমিক ইউনিয়নের সভাপতি মোজাম্মেল হক ভুট্ট জানান, মঙ্গলবার সন্ধ্যার মধ্যে যদি আইনগত ব্যবস্থা গ্রহণ করা না হয়। তাহলে আমরা আবারও আন্দোলনে যাবে।

কালীগঞ্জ’র ইউএনও রবিউল হাসান জানান, আমি শুনেছি কালীগঞ্জের এসিল্যান্ডের গাড়ি চালকের সাথে কেবি পরিবহনের চালকের মধ্যে কথা কাটাকাটি হয়েছে। এসিল্যান্ডের গাড়ির কোনো ক্ষয়-ক্ষতি হয়নি।  তারপরও আমি শ্রমিকদের অভিযোগ করতে বলেছি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করব।

হাতীবান্ধা’র ইউএনও সামিউল আমিন জানান, কালীগঞ্জের এসিল্যান্ডের সাথে আমার কথা হয়েছে। তার গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বাসের চালককে মারধর করা হয়নি।

সম্পাদনা : মিঠুন

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়