শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২৬ আগস্ট, ২০১৯, ০৯:৩৬ সকাল
আপডেট : ২৬ আগস্ট, ২০১৯, ০৯:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেয়েকে ধর্ষণ ও খুনের বিচারের আশায় আদালতের বারান্দায় শিশু সায়মার বাবা (ভিডিও)

মুসবা তিন্নি : আমার মেয়ে সামিয়া আফরিন সায়মাকে (৭) ধর্ষণের পর হত্যা করেন হারুন আর রশিদ। হত্যার কথা স্বীকার করে সে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন। কিন্তু হত্যার ৫১ দিন পরও আসামির বিরুদ্ধে চার্জশিট দিচ্ছেন না মামলার তদন্তকারী কর্মকর্তা। মেয়ে হত্যার বিচারের আশায় আমি প্রতি ধার্য তারিখে আদালতে উপস্থিত হচ্ছি। জানি না কবে এ হত্যাকাণ্ডের বিচার পাবো।জাগো নিউজ

রোববার (২৫ আগস্ট) ঢাকা মহানগর হাকিম আদালতের বারান্দায় কথা হয় রাজধানীর ওয়ারীতে সিলভারডেল স্কুলের নার্সারির ছাত্রী সামিয়া আফরিন সায়মার বাবা আব্দুস সালামের সঙ্গে। আলাপকালে তিনি এসব কথা বলেন।

আব্দুস সালাম বলেন, আজ থেকে ৫১ দিন আগে আমার মেয়েকে ধর্ষণ করে হত্যা করেন হারুন আর রশীদ। তিনি হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। কিন্তু আজ দুটি ধার্য তারিখ পার হয়ে গেছে। তদন্ত কর্মকর্তা মামলার চার্জশিট দিচ্ছেন না। আসামি গ্রেফতারের পরও চার্জশিট না দেয়ায় আমি হতাশ। আদালত আগামী ১৬ সেপ্টেম্বর চার্জশিট দাখিলের জন্য নতুন দিন ধার্য করেন। আমি সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, ওই তারিখের আগে যেন মামলার চার্জশিট দাখিল করা হয়।

এ মামলা তদন্ত করছেন গোয়েন্দা সংস্থা (ডিবি) ওয়ারী জোনাল টিমের পরিদর্শক আরজুন। তদন্তের অগ্রগতি জানতে চাইলে গোয়েন্দা সংস্থার (ডিবি) ওয়ারী জোনাল টিমের অতিরিক্ত পুলিশ কমিশনার (এডিসি) বছির আহম্মেদ জাগো নিউজকে বলেন, মামলাটির তদন্ত প্রায় শেষ পর্যায়ে। আসামির ডিএনএ পরীক্ষার জন্য দেয়া হয়েছে। ডিএনএ পরীক্ষার প্রতিবেদন হাতে পেলেই আদালতে চার্জশিট দাখিল করবো।

তিনি আরও বলেন, এ মামলায় হারুন আর রশিদের নামে চার্জশিট দেয়া হয়েছে। ইতিমধ্যে আদালতে ধর্ষণের পর হত্যার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন হারুন।

এদিন মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক আরজুন প্রতিবেদন দাখিল করেনি। এ জন্য ঢাকা মহানগর হাকিম মাইনুল ইসলাম প্রতিবেদন দাখিলের জন্য নতুন করে ১৬ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন। সম্পাদনা : আহসান/রাশিদ

https://www.facebook.com/jagonews24/videos/523988365042582/?t=0

  • সর্বশেষ
  • জনপ্রিয়