শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ২৬ আগস্ট, ২০১৯, ০৮:৪৮ সকাল
আপডেট : ২৬ আগস্ট, ২০১৯, ০৮:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোহিঙ্গা যুবকের ভিডিও বার্তা সামাজিক যোগাযোগে ভাইরাল ,ছড়ানো হচ্ছে বিদ্বেষ

মুসবা তিন্নি :  টেকনাফে যুবলীগ নেতাকে গুলি করে হত্যা ও রোহিঙ্গাদের দেশে ফিরতে অনাগ্রহের ঘটনায় গত কয়েকদিন ধরে স্থানীয় বাসিন্দা ও রোহিঙ্গাদের মধ্যে তীব্র উত্তেজনা চলে আসছিলো। এমন উত্তেজনাকর মুহুর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক রোহিঙ্গা ব্যক্তির ভিডিও বার্তায় সেই উত্তেজনায় নতুন মাত্রা যোগ হয়েছে। ভিডিওটি গতকাল রোববার বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। অর্থসূচক

প্রচারিত ভিডিও বার্তাটিতে বাংলাদেশ সরকারকে হেয় করার পাশাপাশি, চট্টগ্রাম অঞ্চলের জনগণকে তীব্র ভাষায় ভৎর্সনা করা হয়েছে। তার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হলে রোহিঙ্গারা ভিডিওটি অ্যান্ড্রয়েড ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে রোহিঙ্গা ক্যাম্পসহ দেশবিদেশে ছড়িয়ে দেয়। অন্যদিকে এই ভিডিওটি শোনার পর স্থানীয় বাসিন্দাদের মাঝে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। স্থানীয় জনগণ, দেশ এবং দেশের মানুষকে হেয় করে কথা বলায় মারাত্মকভাবে ক্ষেপেছেন তারা।

টিভি ইনসানিয়াত নামে রোহিঙ্গা পরিচালিত একটি অনলাইন চ্যানেলের লোগো সম্বলিত ভিডিও বার্তায় রোহিঙ্গা ব্যক্তি নিজের নাম শেখ আলী এবং ভারতের হায়দ্রাবাদ রোহিঙ্গা সেন্টারের জকিরের ছেলে বলে জানান। তিনি দশ মিনিটের এই ভিডিও বার্তায় পুরো অংশ জুড়ে বাংলাদেশিদের মন্দভাষায় গালাগালি ও হুমকি দিয়েছেন। এছাড়া রোহিঙ্গাদের উস্কানিমূলক বিভিন্ন কথাবার্তাও বলেছেন। এছাড়া গত ২২ আগস্ট টেকনাফের হ্নীলা জাদিমুড়া ক্যাম্প এলাকার স্থানীয় বাসিন্দা ও ওয়ার্ড যুবলীগ নেতা ওমর ফারুক হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয় ক্ষুব্ধ জনতার প্রতিক্রিয়াকে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ওই রোহিঙ্গা শুরুতে বলেন, ‘বাংলাদেশের সেন্ট মার্টিন্স থেকে চট্টগ্রাম পর্যন্ত যারা আছেন, তোমরা জাদিমুড়া রোহিঙ্গাদের ঘরবাড়ি জ্বালিয়ে দিচ্ছ, তোমাদের মত বেগারত (অকৃতজ্ঞ) কেউ নেই। তোমরা রোহিঙ্গাদের ওপর ভর করে রোহিঙ্গাদের সাথে ব্যবসায় বাণিজ্য করে আয় রোজগার করে আজকে তোমাদের একজন ইয়াবা ব্যবসায়ী, পুরাতন রোহিঙ্গাকে হত্যার বাহানা দিয়ে রোহিঙ্গাদের বাড়িঘরে আগুন দিচ্ছ।

ভিডিও বার্তায় এক অংশে তিনি বলেন, ‘তোমরা কি মনে করেছ তোমাদের বাংলাদেশ রোহিঙ্গাদের মানবতার খাতিরে স্থান দিয়েছে? তোমাদের সরকার রোহিঙ্গাদের জায়গা দেওয়ার জন্য দুনিয়া (দাতা দেশ) থেকে মাথাপিছু হিসেব করে টাকা নিয়েছে। তোমরা যে ব্যক্তির হত্যার ঘটনায় রোহিঙ্গাদের ঘরবাড়ি জ্বালিয়ে দিচ্ছ, সে কি আল্লাহর ওলি অথবা মসজিদের ইমাম ছিল? তার জন্য কেন তোমরা রোহিঙ্গাদের উপর ক্ষিপ্ত হয়েছে।

রোহিঙ্গা ব্যক্তি শেখ আলী ভিডিও বার্তার শেষ অংশে বলেন, ‘তোমরা ভারতের হিন্দু ও আমেরিকা ইহুদি জাতির চেয়ে রোহিঙ্গাদের উপর বেশি জুলুমবাজ। তোমাদের সাথে মিয়ানমারের মগ ও সামরিক বাহিনীর কোনো পার্থক্য নেই। চট্টগ্রাম এলাকার বাংলাদেশিরা এক নম্বর শোষক (গাদ্দার)।’

এদিকে গত কয়েকমাস আগে মালয়েশিয়া থেকে মো. খালিদ নামে আরেক রোহিঙ্গা যুবক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্যে করে হুমকি দেয় ও নানা ধরনের কথাবার্তা বলে একটি ভিডিও বার্তা প্রচার করেছিলেন। ওই ভিডিও বার্তাটিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে বাংলাদেশের জনগণ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। তবে ওই রোহিঙ্গা যুবককে কিছুদিন আগে মালয়েশিয়া পুলিশ আটক করে বলে জানা যায়। এসব বিষয় নিয়ে স্থানীয়দের মধ্যে অসন্তোষ বিরাজ করছে।

এ বিষয়ে কক্সবাজারের জেলা প্রশাসক মো. কামাল হোসেন ও পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন জানিয়েছেন, রোহিঙ্গা ইস্যু নিয়ে কেউ উস্কানিমূলক বা গুজব ছড়িয়ে ভিডিও ছাড়লে তা আইনগতভাবেই ব্যবস্থা নেওয়া হবে। সম্পাদনা : আহসান/রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়