শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ২৬ আগস্ট, ২০১৯, ০৫:০৯ সকাল
আপডেট : ২৬ আগস্ট, ২০১৯, ০৫:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কক্সবাজারের যুবলীগ নেতা হত্যার আরেক রোহিঙ্গা আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

নিউজ ডেস্ক :  টেকনাফে সোমবার (২৬ আগস্ট) ভোরে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন  হয়েছেন মো. হাসান (২০) নামের এক যুবক।সে নয়াপাড়া শরণার্থী শিবিরের ই-ব্লকের মো. আমিরুল ইসলামের ছেলে।

‘বন্দুকযুদ্ধে’ হাসানসহ এ পর্যন্ত এ মামলার তিনজন আসামি নিহত হলো।

এ ঘটনায় টেকনাফ থানার উপ পরিদর্শক (এসআই) সাব্বির আহমদ (৩০), কনস্টেবল লিটন (২১) ও কনস্টেবল বাহার আহত হয়েছেন বলে দাবি পুলিশের।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, গত ২৪ আগস্ট সন্ধ্যায় ক্যাম্প সংলগ্ন এলাকা থেকে হ্নীলা ৯ নম্বর ওয়ার্ড যুবলীগ সভাপতি মো. ওমর ফারুক (৩০) হত্যা মামলার আসামি রোহিঙ্গা সন্ত্রাসী হাসানকে আটক করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী, সোমবার ভোরে অস্ত্র উদ্ধারের জন্য শালবাগান ক্যাম্প সংলগ্ন রোহিঙ্গা পাহাড়ি বস্তিতে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে হাসানের সহযোগীরা লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে রোহিঙ্গা সন্ত্রাসীরা পিছু হটলে ঘটনাস্থল থেকে একটি দেশীয় তৈরি বন্দুক ও গুলিসহ গুলিবিদ্ধ গুরুতর আহত অবস্থায় হাসানকে উদ্ধার করা হয়।

ওসি আরও জানান, গুলিবিদ্ধ হাসানকে প্রথমে টেকনাফ হাসপাতালে পরে সেখান থেকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত হাসান যুবলীগ নেতা ওমর ফারুক হত্যা মামলার আসামি বলে জানান ওসি।

এর আগে শুক্রবার (২৩ আগস্ট) দিনগত রাত দুইটার দিকে যুবলীগ নেতা ওমর ফারুক হত্যা মামলার অপর দু’আসামী আকিয়াবের মংডুর সবির আহম্মদের ছেলে রোহিঙ্গা সন্ত্রাসী মো. শাহ ও  রাসিদঙের আব্দুল আজিজের ছেলে মো. শুক্কুর পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন। ‘বন্দুকযুদ্ধে’ হাসানসহ এ পর্যন্ত এ মামলার তিনজন আসামি নিহত হলো।

বৃহস্পতিবার (২২ আগস্ট) দিনগত রাত সাড়ে ১০টার দিকে টেকনাফের হ্নীলা জাদিমোরা এলাকার বাড়ির সামনে থেকে রোহিঙ্গা সন্ত্রাসীরা ওমর ফারুককে তুলে নিয়ে শালবাগান ক্যাম্পের পাহাড়ে নিয়ে গিয়ে গুলি করে হত্যা করে। স্থানীয় আব্দুল মোনাফ কোম্পানির ছেলে ওমর ফারুক জাদিমোরা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটি এবং হ্নীলা ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ড যুবলীগ সভাপতি ছিলেন। সম্পাদনা: সুতীর্থ

  • সর্বশেষ
  • জনপ্রিয়