শিরোনাম
◈ পঞ্চগড় এক্স‌প্রেস ট্রেনের ব‌গি চার ঘণ্টা পর উদ্ধার, ট্রেন চলাচল স্বাভা‌বিক ◈ বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা ◈ সীমান্তে হত্যাকাণ্ড নিয়ে সরকার টু শব্দ করার সাহস পাচ্ছে না: বিএনপি ◈ এমভি আবদুল্লাহ জাহাজে অভিযানের প্রস্তুতি নিচ্ছে সোমালিয় পুলিশ ও বহুজাতিক নৌবাহিনী ◈ জীবনের নিরাপত্তা চেয়ে ডিবিতে অভিযোগ করলেন জবি ছাত্রী ◈ ঈদের পর কাওরান বাজার যাবে গাবতলীতে: মেয়র আতিক ◈ আবদুল্লাহ জাহাজে থাকা কয়লায় দুর্ঘটনার ঝুঁকি নেই: এস আর শিপিং ◈ পাপেট সরকার ক্ষমতায় না আসা পর্যন্ত সব নির্বাচন ত্রুটিপূর্ণ বলবে যুক্তরাষ্ট্র: জয়  ◈ চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হতে তিন দিন লাগতে পারে: রেল সচিব ◈ তামিম ও রিশাদ ঝড়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ জিতলো বাংলাদেশ

প্রকাশিত : ২৬ আগস্ট, ২০১৯, ০৪:০৩ সকাল
আপডেট : ২৬ আগস্ট, ২০১৯, ০৪:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যশোরে গৃহবধূ সালমা হত্যা, স্বামী আটক

জাহিদুল কবির, যশোর : যশোরে গৃহবধূ সালমা খাতুন হত্যা মামলার আসামি স্বামী ফারুক হোসেনকে আটক করেছে পুলিশ। রোববার ভোরে সাতক্ষীরার দেবহাটা থেকে তাকে আটক করা হয়। তিনি সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ঘোজাডাঙ্গা (দক্ষিণ শ্রীপুর) গ্রামের নুর ইসলাম ওরফে নুরু ঢালীর ছেলে।

মামলার তদন্ত কর্মকর্তা কোতয়ালি থানার এসআই মিজানুর রহমান জানান, ২০১৮ সালের ৭ অক্টোবর রাত ১১ টার দিকে সালমা খাতুনের পায়খানা ও বমি হতে থাকে। ফলে তাকে রাতে স্থানীয় চিকিৎসককে দিয়ে চিকিৎসা করান। পরদিন সকালে তার বুকে ব্যাথা শুরু হলে দ্রুত যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ সময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে সালমা খাতুনের এই মৃত্যু রহস্যজনক হওয়ায় থানায় অপমৃত্যু মামলা দায়ের ও  পরে লাশের ময়নাতদন্ত করানো হয়।

ময়নাতদন্তের রিপোর্টে সালমাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে উল্লেখ করা হয়। এ কারণে সালমা খাতুনকে হত্যার জন্য তিনজনকে আসামি করে নিহতের ভাই জাকির হোসেন যশোর কোতোয়ালি থানায় একটি মামলা করেন। মামলার অপর দু আসামি হলেন, ফারুক হোসেনের মা ফজিলা বেগম ও ছোট ভাইয়ের শ্যালক তুহিন গাজী। মামলা দায়েরের পর পুলিশ ফজিলা বেগম ও তুহিন গাজীকে আটক করে।

সম্পাদনা : মিঠুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়