শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২৬ আগস্ট, ২০১৯, ০৩:৫৪ রাত
আপডেট : ২৬ আগস্ট, ২০১৯, ০৩:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রকাশ্যেই সিরিয়ার তেল চুরি অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র

নূর মাজিদ : কুর্দি গেরিলাদের সহযোগিতায় উত্তর-পূর্ব সিরিয়ার খনি থেকে তেল চুরি করেই চলেছে যুক্তরাষ্ট্র। এমনকি আসাদ সরকারের নিয়ন্ত্রণে থাকা অবশিষ্ট তেলক্ষেত্রগুলোও দখলের পরিকল্পনা রয়েছে দেশটির। আইএস নিধনে প্রধান ভূমিকা পালনকারী দেশ রাশিয়ার সামরিক কম্যান্ডাররা স্যাটেলাইট ছবি এবং নিজস্ব গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে এই দাবি করেছেন। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের কল্যাণে পরিচিত একটি যুদ্ধবিরোধী ওয়েবসাইট যা খুবই গুরুত্ব সহকারে প্রকাশ করেছে। খবর : ভেটানর্স টুডে।

গত বছরের মাঝামাঝি সময়েও সিরিয়ার ইউফ্রেতিস উপত্যকা, বিশেষ করে দেইর আজ -জৌর প্রদেশের আল ওমর অঞ্চলে অবস্থিত খনিগুলো থেকে তেলচুরি অব্যাহত রাখে সন্ত্রাসী সংগঠন আইএসআইএস। সংগঠনটি স্থানীয় জনগণকে ব্যাপকহারে নির্যাতন এবং হত্যার মাধ্যমে বিশ্বে বিশেষ কুখ্যাতি অর্জন করে। একইসঙ্গে তাদের দমনের নামে যুক্তরাষ্ট্রের নির্বিচার বিমান হামলায় অসংখ্য বেসরকারি মানুষ প্রাণ হারান। এরপরেই রাশিয়ার সহায়তায় আইএস হঠায় সিরিয়ার সরকারি বাহিনী এবং মার্কিন সমর্থনপুষ্ট কুর্দি গেরিলা বাহিনী এসডিএফ। আইএস যখন তেলচুরি করেছে তখন তার প্রথম ক্রেতা ছিলো যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। ওই অর্থ তারা আসাদ বিরোধী ফ্রি-সিরিয়ান আর্মিকে সমর্থনে ব্যবহার করে। অন্যদিকে আইএস পতনের পর মিত্র কুর্দিদের মাধ্যমেও সিরিয়ার তেলচুরি অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র।

রাশিয়ার মিলিটারি জেনারেল স্টাফের অপারেশন্স ডিরেক্টোরেটের প্রধান কর্নেল জেনারেল সার্গেই রুডস্কি গত সোমবার সংবাদ কর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘যুক্তরাষ্ট্র ২ হাজার ৭শ এফএসএ উগ্রপন্থিকে ৩৪ বর্গমাইল এলাকায় বড় ধরণের হামলা পরিচালনার জন্যে জমায়েত করেছে। এমনকি এদের পরিবহনের কাজে মার্কিন সামরিক হেলিকপ্টার ব্যবহার করাও হয়েছে। আমরা জানতে পেরেছি, যেসব তেলখনি সিরিয়ার আসাদ সরকারের নিয়ন্ত্রণে রয়েছে সেখানে নাশকতামূলক হামলা এবং দখল করে নেয়াই তাদের উদ্দেশ্যে।’

এসময় তিনি আরো বলেন, জঙ্গিদের প্রশিক্ষণের পাশাপাশি সিরিয়ার তেল চুরি অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। সেখানে যুক্তরাষ্ট্রের বেসরকারি খাতের সামরিক ঠিকাদার কো¤পানিগুলো নিজেদের তৎপরতাও বৃদ্ধি করেছে। এরা মূলত চোরাই তেল কেনা এবং অস্ত্র সরবরাহে মধ্য পর্যায়ের সমন্বয়কের ভূমিকা পালন করে। বর্তমানে সিরিয়ায় প্রায় সাড়ে ৩ হাজার ভাড়াটে মার্কিন যোদ্ধা রয়েছে বলেও জানান তিনি। সম্পাদনা : খালিদ আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়