শিরোনাম
◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলার নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা (ভিডিও) ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েলের ফসফরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের

প্রকাশিত : ২৬ আগস্ট, ২০১৯, ০৪:২৪ সকাল
আপডেট : ২৬ আগস্ট, ২০১৯, ০৪:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পারিশ্রমিক চড়া পূর্ণিমার, তার বদলে স্বস্তিকা(ভিডিও)

নিউজ ডেস্ক : বাংলাদেশের অভিনেত্রী পূর্ণিমা চড়া পারিশ্রমিক চাওয়ায় তার পরিবর্তে কলকাতার অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়কে নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছেন নির্মাতা পারভেজ আমিন। স্বস্তিকার সঙ্গে প্রাথমিক আলোচনা শেষে শনিবার ঢাকায় ফিরেছেন তিনি; ছবির প্লট শুনে স্বস্তিকাও অভিনয়ে আগ্রহ দেখিয়েছেন বলে জানিয়েছেন।

স্বস্তিকাও বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ছবিটির প্লট তার খুব ভালো লেগেছে। কাজের বিষয়ে তিনি খুব আগ্রহী।

এখনও নাম নির্ধারণ না হওয়া চলচ্চিত্রটির চিত্রনাট্য করছেন কলকাতার পরিচালক ও চিত্রনাট্যকার দেবারতি। চিত্রনাট্যের কাজ শেষ হলে মাস তিনেকের মধ্যে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হওয়ার কথা রয়েছে স্বস্তিকার।

এটাই বাংলাদেশি প্রযোজনায় প্রথম চলচ্চিত্র হতে যাচ্ছে স্বস্তিকার; এর আগে ২০০৯ সালে যৌথ প্রযোজনায় ‘সবার উপরে তুমি’তে শাকিবের বিপরীতে দেখা গেছে তাকে। তার নায়ক হিসেবে কে থাকছেন, তা এখনও ঠিক হয়নি।

পারভেজ আমিন বলেন, “এটি একটি নারীপ্রধান চলচ্চিত্র। শুরুতে আমরা পূর্ণিমাকে নিতে চেয়েছিলাম। তার সঙ্গে প্রাথমিক কথাবার্তাও হয়েছিল। কিন্তু তার পারিশ্রমিক শুনে আমরা পিছিয়ে এসেছি। আমাদের বাজেট হিসেবে তাকে এতো বাজেট দিয়ে চলচ্চিত্রে নেওয়া সম্ভব না।” আগামী বছরের জানুয়ারির দিকে শুটিং শুরু হবে।

বিষয়টি নিয়ে পূর্ণিমার সঙ্গে যোগাযোগের চেষ্টা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। দুই দেশের দর্শকদের কথা মাথায় রেখেই ছবিটি নির্মাণ করা হচ্ছে। পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মেও দেওয়ার পরিকল্পনা আছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়