শিরোনাম
◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

প্রকাশিত : ২৬ আগস্ট, ২০১৯, ০১:২৮ রাত
আপডেট : ২৬ আগস্ট, ২০১৯, ০১:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নভেম্বরে মীর সাব্বিরের প্রথম ছবি ‘রাত জাগা ফুল’ শুটিং

আবু সুফিয়ান : ছোটপর্দার জনপ্রিয় নায়ক মীর সাব্বির প্রথমবারের মতো চলচ্চিত্র পরিচালক হয়ে আসছেন। তার নির্মিতব্য ছবির নাম ‘রাত জাগা ফুল’।

২০১৮-২০১৯ অর্থবছরের অনুদান পাওয়া চলচ্চিত্রের তালিকায় ছিলো মীর সাব্বিরের ছবির নাম। গত শনিবার এই অভিনেতা জানালেন, আসছে নভেম্বরে ‘রাত জাগা ফুল’-এর শুটিং শুরু করবেন।

সাব্বির জানান, সিনেমার শুটিং নভেম্বরে শুরু করলেও আগে থেকেই সব চূড়ান্ত করে ফেলেছি। এখন শুধু কাস্টিং এর বিষয়টি বাকি।
ছবিতে কারা থাকছেন, জানতে চাইলে সাব্বির বলেন, কাস্টিং চূড়ান্ত হয়নি। গল্পের চরিত্রের সাথে মিল রেখে অভিনেতাদের সাথে কথা বলছি, তবে এখনো পাকাপোক্ত হয়নি। শিগগির আমার ছবিতে কারা অভিনয় করছেন, এ বিষয়টি জানিয়ে দিতে পারবো। শুধু এটুকু বলি, বড়পর্দার অভিনেতার পাশাপাশি ছোটপর্দার অভিনেতারাও থাকছেন আমার ছবিতে।

ছবির গল্প নিয়ে জানতে চাইলে মীর সাব্বির বলেন, আমার ছবিতে ট্রাডিশনাল নায়ক নায়িকা হয়তো থাকবে না, কারণ আমার ছবির গল্পই নায়ক! ছবির গল্পের প্রয়োজনে অর্ধেক শুটিং হবে গ্রামের লোকেশনে, আর অর্ধেক শহরে।

২০১৮-১৯ অর্থবছরের অনুদান পাওয়া চলচ্চিত্রের জন্য আটজন নির্মাতাকে দেয়া হয়েছে ৩ কোটি ৯০ লাখ টাকা। অভিনেতাদের মধ্যে মীর সাব্বির ছাড়াও এই অর্থ বছরে ছবি নির্মাণের অনুদান পেয়েছেন চিত্রনায়িকা কবরী ও হৃদি হক। তারা প্রত্যেকেই ছবি নির্মাণের জন্য পাচ্ছেন ৬০ লাখ টাকা। সম্পাদনা : ওমর ফারুক

  • সর্বশেষ
  • জনপ্রিয়