শিরোনাম
◈ পঞ্চগড় এক্স‌প্রেস ট্রেনের ব‌গি চার ঘণ্টা পর উদ্ধার, ট্রেন চলাচল স্বাভা‌বিক ◈ বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা ◈ সীমান্তে হত্যাকাণ্ড নিয়ে সরকার টু শব্দ করার সাহস পাচ্ছে না: বিএনপি ◈ এমভি আবদুল্লাহ জাহাজে অভিযানের প্রস্তুতি নিচ্ছে সোমালিয় পুলিশ ও বহুজাতিক নৌবাহিনী ◈ জীবনের নিরাপত্তা চেয়ে ডিবিতে অভিযোগ করলেন জবি ছাত্রী ◈ ঈদের পর কাওরান বাজার যাবে গাবতলীতে: মেয়র আতিক ◈ আবদুল্লাহ জাহাজে থাকা কয়লায় দুর্ঘটনার ঝুঁকি নেই: এস আর শিপিং ◈ পাপেট সরকার ক্ষমতায় না আসা পর্যন্ত সব নির্বাচন ত্রুটিপূর্ণ বলবে যুক্তরাষ্ট্র: জয়  ◈ চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হতে তিন দিন লাগতে পারে: রেল সচিব ◈ তামিম ও রিশাদ ঝড়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ জিতলো বাংলাদেশ

প্রকাশিত : ২৫ আগস্ট, ২০১৯, ১০:৩৮ দুপুর
আপডেট : ২৫ আগস্ট, ২০১৯, ১০:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরকারি সুবিধা নয়, রাষ্ট্রীয় সুবিধা চেয়েছি, বললেন রুমিন ফারহানা (অডিও)

শাহানুজ্জামান টিটু ও শিমুল মাহমুদ : সম্প্রতি নিজের নামে পূর্বাচল আবাসিক এলাকায় ১০ কাঠার প্লট চেয়ে আবেদন করায় সমালোচনায় পড়েন বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।

এ বিষয়ে জানতে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, প্রথমত এটা হলো রাষ্ট্রীয় সুবিধা, সরকারি নয়, রাষ্ট্র প্রদত্ত। সুতরাং আমি কোনো অবৈধ সরকারের কাছে সুবিধা চাচ্ছি কথাটা সম্পূর্ণ ভুল। আগেও আমি বলেছি, এ সরকার অবৈধ, এখনো বলেছি অবৈধ, ভবিষ্যতেও বলবো, অবৈধ। তারা অবৈধ, তারা জনগণের ভোটে আসেনি।’

রুমিন ফারহানা বলেন, ‘আমি জানি, তারা আমায় একটা সুতাও জমি দেবেন না এটা জেনেই আমি আবেদন করেছি। আমি দেখতে চেয়েছি, তারা আসলে কি করেন।’

তিনি বলেন, তারা কি করেছে সেটাও দেখলাম, তারা মন্ত্রণালয়ের চিঠি ভাইরাল করে ফেলেছে। এটা কেনো করেছে? কারণ আমি সরকারে বিরুদ্ধে কথা বলি। আরো তো তিনশ এমপি আছেন, তারা তো তাদেরটা পাবলিশ করেনি। সুতরাং এটা রাষ্ট্রিয় সুবিধা, যে সুবিধা মোটামুটি সব এমপিই পেয়েছেন যারা সংসদে আছেন।

সংরক্ষিত নারী আসনের এ এমপি আরো বলেন, আরেকটা কারণ আছে। সেটা হলো, কিছুদিন আগে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত পদে না থেকেও গাড়ি নিয়ে আসছেন। ওই খবর ধামাচাপা দিতে তারা এ খবর সামনে নিয়ে আসছেন।’

গত ৩ আগস্ট গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিমের কাছে পাঠানো চিঠিতে এ আবেদন জানান রুমিন ফারহানা।

জাতীয় সংসদের প্যাডে পাঠানো ওই চিঠিতে রুমিন লেখেন- ‘ঢাকাস্থ পূর্বাচল আবাসিক এলাকায় ১০ কাঠার প্লটের প্রয়োজন। ঢাকা শহরে আমার কোনো জায়গা/ফ্ল্যাট, জমি নাই। ওকালতি ছাড়া আমার অন্য কোনো ব্যবসা/পেশা নাই। আমার নামে ১০ কাঠা প্লট বরাদ্দের জন্য সুব্যবস্থা করে দিতে আপনার মর্জি হয়।’

‘আমার নামে ১০ কাঠা প্লট বরাদ করলে আমি আপনার নিকট চিরকৃতজ্ঞ থাকব’ বলেও চিঠিতে উল্লেখ করেন তিনি।

সম্পাদনা: অশোকেশ রায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়