শিরোনাম
◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল

প্রকাশিত : ২৫ আগস্ট, ২০১৯, ০৯:৩১ সকাল
আপডেট : ২৫ আগস্ট, ২০১৯, ০৯:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কন্যা শিশুর নিরাপত্তা নিয়ে উদ্বেগে অভিভাবক, নারীর প্রতি প্রচলিত মানসিকতা পরিবর্তনের জোর

ফাতিমা জান্নাত : ধর্ষণ, যৌন, হয়রানি বাড়ায় কন্যা শিশুর নিরাপত্তা নিয়ে উদ্বেগে রয়েছেন অভিভাবকরা। রাষ্ট্র ও সমাজের কাছ থেকে কার্যকর উদ্যোগ চান তারা।

নৈতিক অবজ্ঞার কারণেই এই প্রবণতা বাড়ছে বলে জানিয়েছেন সমাজ ও মনোবিজ্ঞানীরা।

তারা বলেন, নারীর প্রতি প্রচলিত মানুসিকতার প্রবণতার পরিবর্তন না হলে এই সংকট মোকাবেলা করা কঠিন হবে।

অভিভাবকরা বলেন, শিশুরা সব জায়গায় বা সবার কাছে নিরাপদ না। তাই সর্তক হতে হবে, সবাইকে বিশ্বাস করা যাবে না। বাসায় সচরাচর যারা আসে এবং বাসার ড্রাইভার, পিয়নগার্ড এদের আমরা বিশ্বাস করে থাকি বেশি। তাই এদের ব্যপারে সচেতন হওয়াটা খুবই দরকার।

ঢাকা বিশ্ববিদ্যলয় সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সালমা আক্তার বলেন, আমার বাচ্চাকে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার শিক্ষা দিচ্ছি। কোন পরিস্থিতিতেই চুপ হয়ে থাকা যাবে না। আক্রান্ত হলে প্রয়োজনে চিৎকার করতে হবে।

তিনি বলেন, সামাজিক অস্থিরতা ও মূল্যবোধের অবক্ষয় বাড়ার কারণেই এ ধরনের অপরাধ প্রবণতা বাড়ছে। নৈতিক মূল্যবোধ এখনো শক্তিশালীভাবে গড়ে উঠেনি।

কন্যা শিশুদের নিরাপত্তায় ও অপরাধীদের সাজা নিশ্চিতের পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তোলা জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সম্পাদনা : রাশিদ,আহসান

  • সর্বশেষ
  • জনপ্রিয়