শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২৫ আগস্ট, ২০১৯, ০৮:৩৭ সকাল
আপডেট : ২৫ আগস্ট, ২০১৯, ০৮:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্রীলঙ্কার জালে বাংলাদেশের ৭ গোল, এক আল আমিনই দিলো একহালি

আক্তারুজ্জামান : আগের ম্যাচে ভুটানকে বিধ্বস্ত করে বেশ চনমনে ছিলো বাংলাদেশের কিশোররা। সাফ অনূর্ধ্ব ১৫ চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ম্যাচে তাই আরও দুরন্ত দেখা গেলো বাংলাদেশের কিশোরদের। শ্রীলঙ্কার বিরুদ্ধে ৭-১ গোলের বিশাল জয়ে ফাইনালের পথে আরও একধাপ এগিয়ে গেলো গত দুই আসরের শিরোপাধারীরা।

লঙ্কান কিশোরদের জালে বাংলাদেশ ৭ বার বল পাঠানোর দিনে আল আমিন রহমান একাই চার গোল দিয়েছেন। পশ্চিম বাংলার কল্যাণী স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে কোনো সুযোগই দেননি আল মিরাদরা। প্রথমার্ধে ৩টি এবং দ্বিতীয়ার্ধে ৪টি গোল করেছে। গোলরক্ষক সাব্বিরকে মাত্র একবারই পরাস্ত করেছে শ্রীলঙ্কার কিশোররা।

শিরোপা ধরে রাখার মিশনে নেমে দারুণভাবেই এগোচ্ছে মোস্তফা আনোয়ার পারভেজের শিষ্যরা। ভুটানকে ৫-২ গোলে হারানোর পর শ্রীলঙ্কার বিরুদ্ধে ৭-১ গোলের জয়ে ফাইনালের রাস্তাটা প্রশস্ত করলো ইমন বাবুরা। বাংলাদেশের মতো শ্রীলঙ্কাও আগের ম্যাচে ভুটানকে হারিয়েছিলো। কিন্তু আজ বাংলাদেশের বিরুদ্ধে কোন সুযোগই পায়নি লঙ্কান কিশোর দল।

বাংলাদেশের হয়ে গোলের সূচনাকারী আল আমিন রহমান গুনে গুনে একহালি গোল দিয়েছেন। ৩২, ৪৪, ৫৯ ও ৭১ মিনিটে গোলগুলো করেন তিনি। এ ছাড়া বাকি তিনটি গোলের একটি করেন আল মিরাদ (৪৮), ইমন বাবু (৪২) ও রাব্বি (৬৭)। ম্যাচের ৫০ মিনিটে শ্রীলঙ্কার পক্ষে একমাত্র সফলতা পান মিহরান।

পাঁচদলের টুর্নামেন্টে শীর্ষ দুই দল ফাইনাল খেলবে। বাংলাদেশ পয়েন্ট টেবিলের শীর্ষে আছে। ভারতীয় কিশোররাও আছে দুর্দান্ত ফর্মে। বাংলাদেশের পরবর্তী ম্যাচ আগামী ২৭ আগস্ট নেপালের বিরুদ্ধে এবং ২৯ আগস্ট শেষ ম্যাচ খেলবে ভারতের বিরুদ্ধে। ৩১ আগস্ট শিরোপা নিষ্পত্তি দিয়ে শেষ হবে এবারের সাফ অনূর্ধ্ব ১৫ টুর্নামেন্ট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়