শিরোনাম
◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল

প্রকাশিত : ২৫ আগস্ট, ২০১৯, ০৩:৩২ রাত
আপডেট : ২৫ আগস্ট, ২০১৯, ০৩:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বঙ্গবন্ধু তাঁর জীবদ্দশাতেই বিশ্ববন্ধুতে পরিণত হয়েছিলেন, বললেন মোজাম্মেল হক

সমীরণ রায়: মুক্তিযোদ্ধামন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, জাতির পিতা শেখ মুজিবুর রহমান শুধু বঙ্গবন্ধুই ছিলেন না। তিনি তাঁর জীবদ্দশাতেই বিশ্ববন্ধুতে পরিণত হয়েছিলেন।

শনিবার জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম অডিটোরিয়ামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৪তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত' বঙ্গবন্ধু থেকে বিশ্ববন্ধু ' শীর্ষক আলোচনা সভায় তিনি আরও বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন মানুষের কল্যাণে কাজ করেছেন। বঙ্গবন্ধুর কাছে সকল মানুষ সমান ছিলো। রাজনৈতিক স্বাধীনতার সঙ্গে সঙ্গে মানুষের অর্থনৈতিক অবস্থার উন্নয়নই ছিল তাঁর মূল লক্ষ্য। মানুষের ক্ষুধা, দারিদ্র্যসহ সব প্রকার বৈষম্য দুর করতে তিনি সারাজীবন পরিশ্রম করেছেন। বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের করে বাঙালি জাতিকে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ জাতিতে পরিণত করতে হবে। জাতির পিতার সুযোগ্য উত্তরাধিকার সফল রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার জাতির পিতার স্বপ্ন ও আদর্শ বাস্তবায়নে নিরলসভাবে কাজ করছে।

মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু পাকিস্তান আন্দোলন সফল করার লক্ষ্যে অনেক পরিশ্রম করেছেন। তিনি পাকিস্তানি শাসক গোষ্ঠীর বাঙালিদের প্রতি শোষণ ও বঞ্চনার বিষয়টি উপলব্ধি করলে তাদের বিরুদ্ধে আপোসহীন সংগ্রাম শুরু করেন। যার সফল পরিণতিতে আমরা পাই একটি স্বাধীন সার্বভৌম দেশ।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু লন্ডনে পৌঁছালে ইংল্যান্ডের তৎকালীন প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিথ তাকে বহনকারী গাড়িটির দরজা নিজ হাতে খুলে দিলে বিরোধী দলীয় নেতা হাউজ অভ কমনসে বলেছিলেন, এ ঘটনায় ইংরেজ জাতির মান সম্মান ধুলায় মিশে গেছে। এ অভিযোগের উত্তরে প্রধানমন্ত্রী হিথ বলেছিলেন, আমি বঙ্গবন্ধুর গাড়ির দরজা খুলে দিয়ে বরং ইংরেজ জাতির মান মর্যাদা বৃদ্ধি করেছি। কারণ শেখ মুজিবুর রহমানই বিশ্বের একমাত্র নেতা যিনি একটি ভূখন্ডের জনগণকে স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছেন। স্বাধীনতার জন্য আজীবন সংগ্রাম করেছেন ও স্বপ্ন বাস্তবায়ন করেছেন।

তিনি বলেন, বঙ্গবন্ধুর শরীর ও মন ছিলো হিমালয়ের মতো অটল। তাই শেখ মুজিবুর রহমান সম্পর্কে বলতে গিয়ে, ফিদেল ক্যাস্ট্রো বলেছিলেন, আমি হিমালয় দেখিনি। কিন্তু শেখ মুজিবুকে দেখেছি । ব্যক্তি ও সাহসে এই মানুষটি হিমালয়ের সমান।
বঙ্গবন্ধু গবেষণা পরিষদ এর সভাপতি লায়ন গনি মিয়া বাবুলের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য মোজাফফর হোসেন পল্টু, সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান, শামসুন্নাহার ভুঁইয়া, কৃষি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল, ছাত্রলীগ সাবেক সভাপতি বাহাদুর ব্যাপারী প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়