শিরোনাম
◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে

প্রকাশিত : ২৫ আগস্ট, ২০১৯, ০১:৪৭ রাত
আপডেট : ২৫ আগস্ট, ২০১৯, ০১:৪৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুলিশের অভিযানে ৩শ বস্তা গমসহ ট্রাক উদ্ধার, গ্রেপ্তার ২

আর. এইচ . রফিক, বগুড়া : বগুড়া থেকে ডাকাতি হওয়া ৩শ বস্তা গমসহ ট্রাক উদ্ধার করেছে পুলিশ । ঘটনার মাত্র ২৪ঘণ্টার মধ্যে বগুড়া সদর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে রাজশাহী থেকে লুন্ঠিত গম ভর্তি ট্রাক ও ২জন আন্তঃজেলা ডাকাতকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত দুই ডাকাতরা হলো, রাজশাহীর আফসার আলীর ছেলে (৩১) এবং নাটোরের গুরুদাসপুর উপজেলার সাবগাড়ি গ্রামের আব্দুস সামাদের ছেলে আজাদুল ইসলাম ।

বগুড়া সদর থানায় দায়েরকৃত মামলায় মু. শাহজালাল উল্লেখ করেছেন, গত ২২আগস্ট তিনি ট্রাক চালক জয়পুরহাট কালাই উপজেলার মৃত হবিবুর রহমানের ছেলে মুহা ইউছুপকে চালানসহ ১৬হাজার টাকা ভাড়া চুক্তিতে ৩০০বস্তা গম(প্রতিটি ৫০কেজি) পরিমাণ ট্রাক ভর্তি গম জয়পুরহাট খাদ্য গুদামে পৌছে দেবার জন্য রওনা করান।

তিনি ২৩তারিখ দুপুরে জানতে পারেন তার গম বহনকারী ট্রাকটি বগুড়া শহরের ছিলিমপুর এলাকায় ডাকাতি হয়েছে। পরে তিনি বগুড়া সদর থানায় একটি ডাকাতি মামলা করেন।
এবিষয়ে পুলিশের একটি দায়িত্বশীল সূত্র জানায়, গত ২২আগস্ট গভীর রাতে বগুড়া বাইপাস সড়কের ছিলিমপুর গ্যাস অফিসের সামনে ৪জন ডাকাত ওই ট্রাকের গতিরোধ করে চালক ও হেলাপারের হাত পা মুখ বেঁধে ট্রাকের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। পরে নাটোর এলাকার সিংড়ার মধ্যবর্তি এলাকায় চালক ও হেলাপারকে ফেলে ট্রাক নিয়ে চলে যায় ।

শুক্রবার রাতে একজন ইন্সপেক্টর পদমর্যদার অফিসারের নের্তৃত্বে মোবাইল ট্রাকিং-এর মাধ্যমে ডাকাত দলের একজনকে নন্দিগ্রাম এলাকায় আটক করেন। পরে সদর পুলিশের দলটি সূত্র ধরে রাতেই রাজশাহীর বেলপুকুরিয়া উপজেলার বড়ধাদাশ গ্রামে পৌছে যান । এসময় তারা স্থানীয় একটি চাতালে গমসহ লুন্ঠিত ট্রাকটি উদ্ধার করেন। এবং ঘটনাস্থল থেকে ডাকাতদলের অপর এক সদস্যকে গ্রেপ্তার করেন।
সম্পাদনা : মিঠুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়