শিরোনাম
◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক

প্রকাশিত : ২৪ আগস্ট, ২০১৯, ১০:৫৮ দুপুর
আপডেট : ২৪ আগস্ট, ২০১৯, ১০:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবারের ঈদযাত্রায় সড়ক পথের দুর্ঘটনায় ১৮০ জন নিহত হয়েছে, নিসচার প্রতিবেদন

আসিফ হাসান কাজল : এবারের পবিত্র ঈদুল আজহার ছুটিতে নয় দিনে সারা দেশে ১৩৫টি দুর্ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন ১৮৫ জন এবং আহত হয়েছেন ৩৫৫ জন। এর মধ্যে শুধু সড়কেই ১৩০টি দুর্ঘটনায় ১৮০ জন নিহত ও ৩৪৪ জন আহত হয়েছেন। শনিবার বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবে ‘নিরাপদ সড়ক চাই’–এর (নিসচা) সংবাদ সম্মেলনে এই প্রতিবেদন তুলে ধরা হয়।

প্রতিবেদনের পর্যবেক্ষণে এসেছে, এবারের ঈদে দেশের উত্তরাঞ্চলের মানুষদের বেশি ভোগান্তিতে পড়তে হয়েছে। উত্তরবঙ্গের সড়কে দুর্ঘটনাও বেড়েছে। ঢাকা-চট্টগ্রাম রুটে তিনটি সেতু খুলে দেওয়ায় পূর্ববঙ্গের জেলাগুলোয় যানজট হয়নি বললেই চলে। সড়ক দুর্ঘটনাও এসব অঞ্চলে তুলনামূলক কম হয়েছে। খুলনা ও যশোর অঞ্চলে সড়ক দুর্ঘটনা বেড়েছে। নিসচার পর্যবেক্ষণে রেলপথে শিডিউল বিপর্যয় ও টিকিট কালোবাজারির কারণে যাত্রী হয়রানি বেড়েছে। নৌপথে বেশ কিছু নতুন লঞ্চ যুক্ত হয়েছে। তবে ঈদের আগের দিন সদরঘাট টার্মিনালে অতিরিক্ত যাত্রীর চাপ সামলাতে পারেনি কর্তৃপক্ষ।

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথোরিটির সাবেক চেয়ারম্যান বলেন, ঈদের আগে সড়ক ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করা হলেও ঈদের পরে তা ঝিমিয়ে পড়ে। আরেকটি বড় সমস্যা হলো সড়কে ফিটনেসবিহীন যানবাহন চলাচল। বিআরটিএ হাইকোর্টে দেওয়া এক প্রতিবেদন থেকে জানা যায়, চার লাখের বেশি ফিটনেসবিহীন যান সড়কে চলাচল করছে।

সংগঠনটির ভারপ্রাপ্ত মহাসচিব লিটন এরশাদ প্রতিবেদনটি তুলে ধরে বলেন, বেপরোয়া গতিতে যানবাহন চালানো ও ওভারটেক করার প্রবণতাকে সড়কে দুর্ঘটনার মূল কারণ হিসেবে চিহ্নিত করেছে নিসচা। সংগঠনটির পর্যবেক্ষণ বলছে, ফিটনেসবিহীন যানবাহন ও পণ্যবাহী বাহনে যাত্রী পরিবহন, অদক্ষ চালক ও চালকের সহকারী, বিরামহীনভাবে যানবাহন চালানো, ঈদের পরে যাতায়াতে মনিটরিং না থাকা, মহাসড়কে অটোরিকশা, ব্যাটারিচালিত রিকশা, নছিমন ও করিমন চলাচল, মোটরসাইকেলের অবাধ চলাচল সড়কে দুর্ঘটনার অন্যতম কারণ। প্রতিবেদনটি গত ১০ থেকে ১৮ আগস্ট পর্যন্ত নয় দিনের সড়ক দুর্ঘটনার তথ্য নিয়ে তৈরি করা হয়েছে। বিভিন্ন জাতীয় পত্রিকা, অনলাইন নিউজ পোর্টাল, সংবাদ সংস্থা ও টেলিভিশন চ্যানেলে প্রকাশিত খবর থেকে তথ্য-উপাত্ত নেওয়া হয়। এ ছাড়া নিসচার সারা দেশের ১২০টি শাখা সংগঠনের নেতা-কর্মীদের মাধ্যমেও সড়ক দুর্ঘটনার তথ্য-উপাত্ত নেওয়া হয়েছে।

সম্পাদনা : মিঠুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়