শিরোনাম
◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের সাক্ষর  ◈ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের  ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ বাংলাদেশে কাতারের বিনিয়োগ সম্প্রসারণের বিপুল সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা  ◈ হিট স্ট্রোকে রাজধানীতে রিকশা চালকের মৃত্যু

প্রকাশিত : ২৪ আগস্ট, ২০১৯, ১০:৪৩ দুপুর
আপডেট : ২৪ আগস্ট, ২০১৯, ১০:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিংগাইর কলেজ রোড সড়কের বেহালদশা

সিরাজুল ইসলাম : মানিকগঞ্জের সিংগাইর পৌর সদরের (আজিমপুর) কলেজ রোড সড়কটি দীর্ঘদিন ধরে বেহালদশা। বিশেষ করে বর্ষা মওসুমে ওই সড়ক দিয়ে যাতায়াত করা দুষ্কর হয়ে পড়ে। সামান্য বৃষ্টি হলেই খানাখন্দে ভরা সড়কটিতে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। কর্তৃপক্ষ সংস্কার না করায় চরম ভোগান্তিতে পড়েছে স্কুল-কলেজে আসা-যাওয়া কোমলতি শিক্ষার্থী ও জনসাধারণ।

সরেজমিনে দেখা যায়, সিংগাইর পৌর-সদরের সিনেমা হল রোড হতে উপজেলা পরিষদ ও সরকারি কোয়ার্টারের পূর্ব পাশ ঘেঁষে সিংগাইর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ পর্যন্ত প্রায় ১ কিলোমিটার সড়কের অবস্থা একেবারেই নাজুক। অনেক আগেই রাস্তার পিচ ঢালাই নষ্ট হয়ে সৃষ্টি হয়েছে ছোট বড় গর্ত। সামান্য বৃষ্টি হলেই এ রাস্তায় হাঁটু পর্যন্ত পানি জমে। কাদা ও পানিতে যানবাহন চলাচলে সৃষ্টি হয় প্রতিবন্ধকতা। ফলে সিংগাইর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়, পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের পড়তে হয় চরম ভোগান্তিতে। পৌর এলাকার ৩ নং ওয়ার্ডের এ সড়কটির উন্নয়নে বিশেষ করে জনপ্রতিনিধি ও দায়িত্বশীলদের উদাসীনতাকেই দায়ী করছেন ভুক্তভোগী এলাকাবাসি। স্থানীয় বাসিন্দা এবারত হোসেন ক্ষোভের সঙ্গে বলেন, চারিদিকে যখন উন্নয়ন হচ্ছে তখন আমাদের পৌর সদরের জনগুরুত্বপূর্ণ এ রাস্তাটি সবচেয়ে অবহেলিত। তিনি আরো বলেন, এ বিষয়ে পৌর মেয়রকে সাহেবকে একাধিকবার জানিয়েও কোনো ফল পাইনি। পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর মো. সমেজ উদ্দিন বলেন, সড়কটি আরসিসি ঢালাইয়ের পাশাপাশি পানি নিষ্কাশনে ড্রেন নির্মাণ কাজ দ্রুত শুরু হবে।
সিংগাইর পৌরসভার মেয়র অ্যাড. খোরশেদ আলম ভূইয়া জয় বলেন, সিআরডিপি প্রকল্পের আওতায় অক্টোবরেই এ রাস্তার টেন্ডার হবে। সম্পাদনা : মুরাদ হাসান

  • সর্বশেষ
  • জনপ্রিয়