শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২৪ আগস্ট, ২০১৯, ১০:২৭ দুপুর
আপডেট : ২৪ আগস্ট, ২০১৯, ১০:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মালিঙ্গাকে অধিনায়ক করে নিউজিল্যান্ড সিরিজের জন্য দল ঘোষণা শ্রীলঙ্কার

শিউলী আক্তার : বাংলাদেশের সঙ্গে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ খেলেই আন্তর্জাতিক একদিনের ম্যাচকে বিদায় জানান শ্রীলঙ্কার পেসার লাসিথ মালিঙ্গা। কিন্তু টি-টুয়েন্টি খেলা চালিয়ে যাবেন আগামী বিশ্বকাপ পর্যন্ত । তাই তাকেই অধিনায়ক করে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টুয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড।

নিউজিল্যান্ডের বিপক্ষে মালিঙ্গার ডেপুটি হিসাবে দায়িত্ব দেয়া হয়েছে নিরোশান ডিকভেলাকে। এছাড়া দলে আছেন অভিষ্কা ফার্নান্দো, লাহিরু কুমারাদের মতো তরুণ ক্রিকেটাররা। কুশল পেরেরা, কুশল মেন্ডিস, ইসুরু উদানাদের মতো অভিজ্ঞ ক্রিকেটাররাও আছেন এই স্কোয়াডে।

স্কোয়াডে আছেন সন্দেহজনক বোলিং অ্যাকশনের জন্য অভিযুক্ত হওয়া অকিলা ধনঞ্জয়াও। গলে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে ম্যাচজয়ী বোলিং পারফরমেন্স প্রদর্শন করেন তিনি। তারপরেই তার বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করে অভিযোগ করেন ম্যাচ রেফারি।

ধনঞ্জয়ার সঙ্গে নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসনকেও অভিযুক্ত করা হয়েছে। রিপোর্টের দিন থেকে আগামী ১৪ দিনের মধ্যে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেয়ার কথা তাদের। উল্লেখ্য, নিউজিল্যান্ডের ঘোষিত টি-টুয়েন্টি স্কোয়াডে নেই উইলিয়ামসন।

দুই দলের মধ্যকার টি-টুয়েন্টি সিরিজ শুরু হবে আগামী ১ সেপ্টেম্বর। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে পাল্লেকেলেতে।

শ্রীলঙ্কা স্কোয়াড : লাসিথ মালিঙ্গা (অধিনায়ক), নিরোশান ডিকভেলা (সহঅধিনায়ক), অভিষ্কা ফার্নান্দো, কুশল পেরেরা, ধানুষ্কা গুনাথিলাকা, কুশল মেন্ডিস, শেহান জয়সুরিয়া, দাসুন শানাকা, ওয়ানিন্ডু হাসারাঙ্গা, অকিলা ধনঞ্জয়, লাকশান সানডাকান, ইসুরু উদানা, কাশুন রাজিথা, লাহিরু কুমারা ও লাহিরু মাদুশাঙ্কা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়